Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরের কাকবলী গ্রামে ৭০টি পরিবারে বিদ্যুতের সংযোগ প্রদান

স্টাফ রিপোর্টার :: জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের কাকবলী গ্রামে ৯ লাখ টাকা ব্যয়ে ৭০টি পরিবারের মধ্যে পল্লী বিদ্যুতের সংযোগ উদ্বোধন করা হয়েছে।
শনিবার দুপুরে বিদ্যুৎ সংযোগের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি প্রবীন রাজনীতিবিদ সিদ্দিক আহমদ। এ উপলক্ষ্যে আশারকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের উপদেষ্টামন্ডলীর সদস্য সাবেক ইউপি সদস্য কাছন আহমদের সভাপতিত্বে ও ইউনিয়ন ছাত্রলীগ সাধারণ সম্পাদক আমির খান সাব্বিরের পরিচালনায় এক সভা অনুষ্টিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি প্রবীন রাজনীতিবিদ সিদ্দিক আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু,স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আবু ইমানি, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, সুনামগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতির এ,জি,এম ইমরুল হাসান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন, ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আলাউদ্দিন আহমদ, আশারকান্দি ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মহিবুর রহমান রাসেল।
সভায় আরও উপস্থিত ছিলেন নয়াবন্দর বাজার পরিচালনা কমিটির সভাপতি হাজী আং গফুর, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম গোলাব আলী, আওয়ামীলীগ নেতা মনির উদ্দিন, আং গফুর, আজমান আলী, বদরুজ্জামান, আং জলিল আবু, হারিছ আলী, শফিক আলী, হিরন মিয়া, আং সালাম, আব্দাল মিয়া, ময়না মিয়া, চান মিয়া, আছকির আলী, রুনি মিয়া, মনফর মিয়া, দুলাল মিয়া, তুরন মিয়া, উপজেলা যুবলীগের যুগ্ন-সাধারন সম্পাদক ইউপি সদস্য জাকির হোসেন, সহ সম্পাদক রমজান মিয়া, ফাহিম আহমদ, ইউনিয়ন যুবলীগ নেতা জাবির আহমদ, আং কাইয়ুম, নিধির সূত্রধর, আলীহোসেন , সোলেমান মিয়া, নাজমুল আলী নাজু, আক্তার হোসেন, হাবিবুর রহমান,শহিদুল ইসলাম, আহমদ হোসেন রনি, রিজু সুলতান, ইউনিয়ন ছাত্রলীগ প্রচার সম্পাদক মারুফ আহমদ, রুবেল হোসেন, নাজমুল আমিন, জারুল ইসলাম, নাঈম আহমদ, মাইনুল ইসলাম, হেলাল মিয়া, জুনেদ মিয়া, তাহমিদ প্রমুখ।

Exit mobile version