Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরের কাতিয়া গ্রামে পল্লী বিদ্যুতের নামে টাকা হাতিয়ে নেয়ার ঘটনায় তদন্ত শুরু

স্টাফ রিপোর্টার:: প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নে পল্লী বিদ্যুতের সংযোগের নামে দুই বিএনপি নেতার বিরুদ্ধে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম এ খবর প্রকাশিত হলে তদন্তে নামে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। গঠন করা হয় তিন সদস্যর তদন্ত কমিটি। ইতিমধ্যে কমিটি কাজ শুরু করেছে বলে খবর পাওয়া গেছে। সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি সূত্র জানায়, জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের কাতিয়া গ্রামে পল্লী বিদ্যুতের সংযোগের নামে স্থানীয় ইউপি সদস্যসহ দুই বিএনপি নেতা এলাকাবাসীর কাছ থেকে টাকা নিয়েছেন এমন অভিযোগে সংবাদ প্রকাশিত হলে সুনামগঞ্জ পল্লী বিদ্যুতের ডিজিএম জহিরুল করিমকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়।কমিটির অপর সদস্যরা হলেন,এজিএম নিতিশ চন্দ্র দত্ত,অ্যাম্পেসম্যান কোঅডিনেটর ফিরোজ আহমদ। ওই সূত্র আরো জানায় গঠিত তদন্ত কমিটি মাঠে কাজ শুরু করেছে।উল্লেখ্য

স্থানীয় সংসদ সদস্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান ও সুনামগঞ্জ পল্লী বিদ্যুতের কর্মকর্তারা প্রকাশ্য জনসভায় পল্লী বিদ্যুতের সংযোগে কাউকে টাকা না দেয়ার ঘোষনা দিলেও উপজেলার পাইলগাঁও ইউনিয়নের পূর্ব কাতিয়া গ্রামে পল্লী বিদ্যুতের নতুন সংযোগের নামে এলাকাবাসীর কাছ থেকে কয়েক লাখ টাকা হাতিয়ে নিচ্ছে একটি চক্র এনিয়ে খবর প্রকাশিত হলে অভিযুক্ত ব্যক্তি ইউপি সদস্য বিএনপি নেতা দুরদ মিয়া ও বিএনপি নেতা হাফিজ খান বিষয়টি অস্বীকার করেন। তবে অভিযোগকারীরা দ্রুত বিদ্যুৎ পাওয়ার আশায় মুখ খুলছেন না। এছাড়াও অভিযুক্তরা প্রভাবশালী হওয়ায় বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্ঠা চলছে বলেও অভিযোগ রয়েছে। জগন্নাথপুর পল্লী বিদ্যুৎ সমিতির চেয়ারম্যান আশিক মিয়া জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, কাতিয়া গ্রামে পল্লী বিদ্যুতের সংযোগের নামে টাকা নেয়ার বিষয়টি নিয়ে তদন্ত কমিটি হয়েছে। তদন্ত কমিটি কাজ শুরু করেছেন। প্রসঙ্গত ২০ সেপ্টেম্বর জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম এ বিদ্যুৎ দেয় আওয়ামীলীগ সরকারে আর টাকা খায় বিএনপি নেতায় শিরোনামে সংবাদ প্রকাশিত হলে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়।

Exit mobile version