Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরের কুশিয়ারা নদী খননের নামে বালু বিক্রির অভিযোগ

স্টাফ রিপোর্টার:; জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ বাজারের পাশ দিয়ে বয়ে যাওয়া কুশিয়ারা নদী খননের নামে বালু বিক্রির অভিযোগ উঠেছে। এব্যাপারে সুনামগঞ্জের জেলা প্রশাসক বরাবরে এলাকাবাসীর পক্ষে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, রানীগঞ্জ বাজারের পাশে জামিল ট্রেড ইন্টারন্যাশনাল নামের একটি কোম্পানী পানি উন্নয়ন বোর্ডের অধীনে নদী খনন কাজে আসে। খননকৃত বালু নদীর পাড় দিয়ে বেড়িবাঁধ দেয়ার কথা থাকলেও স্থানীয় বালু ব্যবসায়ীদের কাছ থেকে প্রতি ঘনফুট বালু তিন টাকা হারে বিক্রয় করিতেছে। ফলে সরকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। এলাকাবাসীর পক্ষে আবেদনকারী মোঃ সিরাজুল ইসলাম জানান,নদী খননের অনুমতি নিয়ে বালু বিক্রির কোন কথা না থাকলেও জামিল ট্রেড ইন্টারন্যাশনাল স্থানীয় কিছু প্রভাবশালী মানুষের ছত্রছায়ায় বালু বিক্রি করে যাচ্ছে। এতে করে সরকার রাজস্ব হারানোর পাশাপাশি স্থানীয় লোকজন বেড়িবাঁধের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসারের দপ্তর সূত্র জানায়, বাংলাদেশ আভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটি কর্তৃক বাস্তবাযনাধীন সংরক্ষন খননের আওতায় কুশিয়ারা নদীর আশুগঞ্জ-জকিগঞ্জ-নৌ-পথের রানীগঞ্জ এলাকায় ড্রেজিং কাজের জন্য ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স জামিল ইকবাল এর সাথে চুক্তি হয়। উক্ত নৌপথটি প্রটোকল নৌ-পথ। এ নৌপথের মাধ্যমে ভারতীয় নৌযান চলাচল করে। উক্ত নৌপথে সারা বছর নৌ যান চলাচলের লক্ষ্যে নাব্যতা সংরক্ষন করার জন্য নৌ-পরিবহন মন্ত্রনালয়ের নির্দেশনা রয়েছে। নৌপথের বিভিন্ন জায়গায় চর জেগে ঊঠায় নৌযান চলাচল বিঘ্ন ঘটছে। যে কারণে নৌ যান চলাচলের নিমিত্তে নাব্যতা উন্নয়নের লক্ষ্যে নৌ-পথে ড্রেজিং কার্যক্রম বাস্তবায়নে প্রশাসনিক সহযোগীতার জন্য এক পত্রে সুনামগঞ্জের জেলা প্রশাসককে নির্দেশক্রমে অনুরোধ করেন বিআইডব্লিউটিএ এর তত্বাবধায়ক প্রকৌশল মোঃ ছাইদুর রহমান। এলাকাবাসীর অভিযোগ উক্ত অনুমতিপত্রে ড্রেজিং কৃত বালু উত্তোলন করে বিক্রির কোন কথা না থাকলেও ঠিকাদারী প্রতিষ্ঠানের লোকজন স্থানীয় কিছু ব্যবসায়ীদের নিয়ে বালু বিক্রি করে যাচ্ছেন।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম বিল্লাহ জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, অনুমতি এনে নদী খনন কাজ চলছে। বালু বিক্রির অভিযোগ বিষয়ে খোঁজ নিয়ে ব্যবস্থা নেয়া হবে।

Exit mobile version