Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরের কৃতি সন্তান আফজল হামজা আমিরুল কাইয়ুম চৌধুরীর ১৪তম মৃত্যুবার্ষিকী আজ

 

স্টাফ রিপোর্টার –

আজ ১৪ ই আগষ্ট ২০০১ সালের এই দিনে বি, সি, এস (প্রশাসন) ক্যাডারের সদস্য এবং অর্থ মন্ত্রাণালয়ের সিনিয়র সহকারী সচিব মোঃ আফজল হামজা আমিরুল কাইয়ুম চৌধুরী ঢাকায় দুস্কৃতকারী কর্তৃক ছুরিকাঘাতে আহত হন এবং মহাখালী বক্ষব্যাধি হাসপাতালে রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মরহুম আফজল হামজা ১৯৪৯ সালের মে মাসের ৪ তারিখে সুনামগঞ্জ জেলাধীন জগন্নাথপুর উপজেলার চরা গ্রামে জন্ম গ্রহণ করেন। তার বাবা মরহুম আব্দুল কাইয়ুম চৌধুরী ছিলেন সুনামগঞ্জ জুবলী হাইস্কুলের বাংলার শিক্ষক। তিনি ১৯৬৬ সালে খুজগীপুর হাইস্কুল থেকে মেট্রিক ১৯৬৮ সারে মুরালী চাঁদ কলেজ থেকে আই, এস, সি এবং ১৯৭০ সালে সুনামগঞ্জ কলেজ থেকে বি, এ পাশ করেন। এরপর তিনি শিক্ষকতা পেশায় জড়িয়ে পরেন। তিনি দেওয়ান বাজার আব্দুর রহিম উচ্চ বিদ্যালয়, খাদিমপুর উচ্চ বিদ্যালয় এবং নয়া বন্দর হাই স্কুলের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন। ১৯৮০ সালে তিনি বি, এড, ডিগ্রী লাভ করেন। মরহুম আফজল হামজা আমিরুল কাইয়ুম চৌধুরী ১৯৮৩ সালে ১৯ শে জুন বি, সি, এস (প্রশাসন) ক্যাডারের যোগদান করেন। তিনি ম্যাজিষ্টেট হিসাবে পটিয়া, রাঙ্গামাটি, চৌদ্দগ্রাম সহ বিভিন্ন জেলায় ও ফেনী এবং শ্রীমঙ্গল পৌরসভায় নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালন করেন। কিছু দিন তিনি বঙ্গভবনে সিনিয়র সহকারী সচিবের দায়িত্ব পালন করেন। কর্মজীবনে মরহুম আফজল হামজা আমিরুল কাইয়ুম চৌধুরী একজন সৎ, দক্ষ, নিষ্ঠাবান এবং সদালাপী কর্মকর্তা ছিলেন, মৃত্যু কালে তিনি স্ত্রী, দুই কন্যা ও এক পুত্র রাখিয়া গিয়েছেন। মরহুম আফজল হামজার ইচ্ছা অনুযায়ী আশার কান্দী গ্রামের পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়।

Exit mobile version