Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরের আন্দোলনে নামছেন কৃষকরা, বৃহস্পতিবার মানববন্ধন

স্টাফ রিপোর্টার :: হাওরের ফসলরক্ষা বেড়িবাঁধ নির্মাণে পাউবো, ঠিকাদার ও পিআইসিদের দূর্নীতি ও অনিয়মের কারনে হাওরের ফসলডুবির ঘটনায় দূর্নীতিবাজদের শাস্তির দাবী জগন্নাথপুরের কৃষকরা নামছেন রাজপথে। বুধবার জগন্নাথপুর উপজেলা হাওরবাসীর পক্ষ থেকে পৌরশহরসহ বিভিন্ন ইউনিয়নের মাইকিং করা হয়েছে আজ বৃহস্পতিবার বেড়িবাঁধ নির্মাণে সংশ্লিষ্ট দূর্নীতিবাজদের বিরুদ্ধে স্থানীয় পৌর পয়েন্টে দুপুর ১২ টায় মানববন্ধন কর্মসুচী পালন করা হবে। এতে সবাইকে উপস্থিত থেকে কর্মসুচী সফল রক্ষার জন্য আহবান জানানো হয়।

জগন্নাথপুর উপজেলা হাওর উন্নয়ন পরিষদের নেতা সিদ্দেকুর রহমান জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম কে মানববন্ধব কর্মসুচীর সত্যতা নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, ফসলরক্ষা বেড়িবাঁধে নিন্মমানের কাজে কয়েকদিনের বৃষ্টি ও পাহাড়ি ঢলে জগন্নাথপুরের নলুয়া,ম্্ইয়ার হাওরসহপ্রায় সব ক’টি হাওরের ফসল পানিতে তলিয়ে গেছে ফসল পাকার আগেই। অভিযোগ উঠেছে, ফসলরক্ষা বাঁধের বরাদ্দকৃত অর্থ লুটপাট করে নাম মাত্র কিছু মাঠি ফেলা হয়। এছাড়াও একাধিকস্থানে বেড়িাবাঁধের কাজ হয়নি। অনেক আগ থেকেই কৃষকরা দাবী জানিয়ে আসছিলেন হাওরের বাঁধের নির্মান কাজ শেষ করার জন্য। কিন্তু কেউ শুনেনি তাদের কথা। ফলে অরক্ষিত পড়ে হাওরের ফসল। গত কয়েকদিনের ভারি বৃষ্টি ও পাহাড়ি ঢলে জেলার সর্ববৃহৎ নলুয়ার হাওরের কয়েকটি নির্মানকৃত দূর্বল বেড়িবাঁধ ভেঙ্গে হাওরের ফসলহানির ঘটনা ঘটে।এছাড়া মইয়ার হাওরসহ উপজেলার ছোট বড় সব ক’টি হাওরের ফসল পানিতে তলিয়ে যায়।

Exit mobile version