Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরের কেন্দ্রীয় আখড়ায় প্রথমবারের মতো আজ থেকে শুরু বাসন্তী পূজা

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর উপজেলা সদরের কেন্দ্রীয় শ্রীমন্দির জগন্নাথ জিউর আখড়ায় প্রথমবারের মতো সর্বজনীন বাসন্তীপূজা শুক্রবার মহাষষ্ঠীর মধ্যদিয়ে শুরু হয়েছে। শনিবার মহাসপ্তমী পুজায় দিনব্যাপী পুজার নানা আনুষ্ঠানিকতা চলবে তন্মেধ্যে সন্ধ্যায় উপজেলা শিল্পকলা একাডেমীর শিল্পীবৃন্দ ও স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সন্ধ্যা আরতি ও রাতে মালসী কীত্তণ অনুষ্ঠিত হবে।রবিবার মহাঅষ্টমী বিহিতপুজা ও সন্ধ্যায় আরতি ও রাতে ভক্তিমুলক গানের অনুষ্ঠান পরিবেশিত হবে। এতে স্থানীয় ও অতিথি শিল্পীরা সঙ্গীত পরিবেশন করবেন। অষ্টমীদিনে স্বগীয় দ্বিজেন্দ্র কুমার দাশ মাতৃদেবী রানী বালা দাশ ও ভ্রাতা হরিপদ দাশ এর পরলৌকিক আত্মার শান্তি কামনায় মহাপ্রসাদ বিতরণ করা হবে। সোমবার মহানবমী দিনে দিনব্যাপী পুজা অর্চনার পাশাপাশি মহাপ্রসাদ বিতরণ চলবে। রাতে স্থানীয় ও অতিথিশিল্পীরা সঙ্গীত পরিবেশন করবেন। মঙ্গলবার বিজয়া দশমীতে দেবী বিসর্জ্জন ও শান্তিজল গ্রহণের মধ্যদিয়ে বাসন্তীপুজা সমাপ্ত হবে। সর্বজনীন বাসন্তী পূজা উদযাপন পরিষদের সভাপতি বিভাষ দে সাধারণ সম্পাদক দেবাশীষ তালুকদার ও কোষাধ্যক্ষ রাজন কুমার দাশ বলেন,ভক্তবৃন্দ ও সর্বস্তরের জনগনের উপস্থিতিতে ৫দিন ব্যাপী বাসন্তী পূজার আয়োজন শান্তিপুর্ণভাবে উদযাপন করা হবে। ইতিমধ্যে পূজার সুষ্ঠ,সুন্দরভাবে শেষ করতে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। পুজায় সর্বস্তরের মানুষের উপস্থিতি কামনা করা হয়।

Exit mobile version