Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরের কেশবপুর-পাটলী সড়কের ৮ কিলোমিটার ভাঙা-চুরা, দূর্ভোগ চরমে

স্টাফ রির্পোটার::
জগন্নাথপুরের কেশবপুর-পাটলী-রসুলগঞ্জ সড়কের ১৩ কিলোমিটারের মধ্যে ৮ কিলোমিটারই সংস্কারহীন । ফলে অসহনীয় দূর্ভোগের শিকার হচ্ছেন জনসাধারন।

বুধবার দুপুরে সরজমিন ঘুরে দেখা যায় ওই সড়কের ৮ কিলোমিটার জুড়ে ভাঙা-চুড়া,খানাখন্দ ও ছোট-বড় অসংখ্য গর্ত সৃষ্টি হওয়ায় চলাচলে অনুপযোগী হয়ে উঠেছে।

এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে সড়কে কোন সংস্কার কাজ না হওয়ায় এবং অব্যাহত বৃষ্টিপাতের কারনে সড়কে চলাচল কষ্ঠকর হয়ে উঠেছে। এ সড়ক দিয়ে প্রতিদিন শত,শত ছোটবড় যানবাহন চলাচল করে থাকে। এই সড়ক দিয়ে সিলেট বিভাগীয় শহর, সুনামগঞ্জ জেলাশহর ও উপজেলা সদরে প্রতিনিয়ত হাজার হাজার মানুষজন যাতায়াত করেন।

এ সড়ক দিয়ে নিয়মিত যাতায়াতকারী উপজেলার পাটলী ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান চাঁনপুর গ্রামের বাসিন্দা নজরুল ইসলাম জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে জানান, দীর্ঘদিন ধরে সড়কে কোন প্রকার সংস্কার কাজ হয়নি । সাম্প্রতি বন্যার পাশাপাশি বৃষ্টিতে ব্যাপক ভাঙ্গন সৃষ্টি হয়ে সড়কে। ফলে চরম দুর্ভোগের শিকার হচ্ছি আমরা। দ্রুত সংস্কারের দাবী জানিয়েছেন তিনি।

আরেক যাত্রী ওই ইউনিয়নের গোঁয়ালকুড়ি গ্রামের বাসিন্দা আবু সাকের জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে জানান, সংস্কারহীন সড়কে যানবাহনের ঝাঁকুনিতে জান যায় যায় অবস্থা। একবার এ সড়ক দিয়ে চরাচল করলেও সুস্থ ব্যক্তিরা অসুস্থ্য হয়ে পড়েন।

উপজেলার পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে জানান, বন্যায় ক্ষতিগ্রস্থ সড়কে চলাচলে অসহনীয় কষ্টের শিকার হচ্ছেন ইউনিয়নবাসী। দ্রুত সড়কের সংস্কার কাজ শুরু করার জন্য তিনি সংশ্লিষ্টদের প্রতি আহবান জানিয়েছেন।

স্থানীয় এলজিইডি অফিস সুত্রে জানা যায়, জগন্নাথপুর উপজেলার কেশবপুর-পাটলী-রসুলগঞ্জ সড়কের ১৩ কিলোমিটার। এর মধ্যে ৮ কিলোমিটার বন্যা ও অব্যাহত বৃষ্টিপাতের কারনে ভাঙা-চুরা সৃষ্টি হয়েছে।

জগন্নাথপুরের এলজিইডি কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে জানান, ওই সড়কের ১৩ কিলোমিটার মধ্যে ৮ কিলোমিটার সংস্কার কাজের জন্য প্রায় দেড়কোটি টাকা বরাদ্দ পাওয়া গেছে। টেন্ডার প্রক্রিয়া শেষে দ্রুত কাজ শুরু করা হবে।

Exit mobile version