Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরের ক্রিকেটার আশরাফুলের জানাজায় মানুষের ঢল

স্টাফ রিপোর্টার :: জগন্নাথপুরে সড়ক দূর্ঘটনায় নিহত সিলেট মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাংগঠনিক সম্পাদক উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের সাবেক সভাপতি আশরাফুল হক তালুদকারের নামাজে জানাজা সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার বাদজহুর ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালের নিকটস্থ পিডিপি জামে মসজিদে প্রথম নামাজে জানাজা অনুষ্টিত হয়েছে। ২য় জানাজা গ্রামের বাড়ি জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের আসামপুর মোকামবাড়িতে আসরের নামাজের পর অনুষ্ঠত হয়। তাকে পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। জানাজায় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, সামাজিক, ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দসহ নানা শ্রেনীপেশার প্রায় ৫ শতাধিক মানুষ অংশ নেন।
এদিকে জানাজাপূর্বক এক আলোচনা সভায় বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, জগন্নাথপুর পৌরসভার মেয়র আলহাজ্ব আব্দুল মনাফ, উপজেলা বিএনপির সভাপতি আবু হুরায়দা ছাদ মাষ্টার, এডভোকেট জিয়াউর রহিম শাহীন প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন পাটলী ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম,. বিএনপি নেতা রিপন মিয়া, জুবেদ আলী লখন, স্থানীয় ওয়ার্ডের ইউপি সদস্য ছুরুক মিয়া, উপজেলা যুবলীগের সহ-সম্পাদক তাজউদ্দিন আহমদ তাজ,যুবলীগ নেতা আনা মিয়া, যুবদল নেতা নুরুল আমীন, শামীম আহমদ, সাবেক ছাত্রনেতা সমাজ কর্মী আবু শাকের ,হুমায়ুন কবীর চৌধুরী,জইনুর ইসলাম, শাহেদ রানা, উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের সভাপতি আবু হেনা রনি, ছাত্রদল শেখ মামুন হোসেন, মামুনুর রশিদ প্রমুখ।
প্রসঙ্গত, মঙ্গলবার রাতে সিলেট শহর থেকে নিজস্ব প্রাইভেটকার যোগে ড্রাইভিং করে জগন্নাথপুরে ফিরছিল আশরাফুল হক। জগন্নাথপুর-বিশ্বনাথ সড়কের আমড়াতৈল নামকস্থানে পৌছামাত্র গাড়ির নিয়ন্ত্রন হারিয়ে খাদে উল্টে পড়ে যায়। এতে গুরুত্বর আহত হলে দ্রুত তাকে সিলেট ওসমানি হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথেই মধ্যে তিনি মারা যান। আশরাফুল হক তালুকদার সিলেট নগরীর শামীমাবাদ এলাকায় বসবাস করে আসছিলেন।

Exit mobile version