Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরের খাসিলা গ্রামে বন্দুকযুদ্ধে শিশুসহ আহত ৫০

গোবিন্দ দেব:: জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের খাসিলা গ্রামে দুপক্ষের মধ্যে পূর্ববিরোধের জের ধরে রক্তক্ষয়ী বন্দুকযুদ্ধে কমপক্ষে অর্ধশতাধিক আহত হয়েছেন। তন্মেধ্যে গুলিবিদ্ধ ২৯জনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, খাসিলা গ্রামের সিপন মিয়া ও দুদু মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পূর্ব বিরোধ চলছিল। যার জের ধরে মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় সিপন মিয়ার ভাগ্না মিন্টু মিয়ার পানি নিস্কাশনের লাইন নিয়ে দুদু মিয়ার সাথে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে দুদু মিয়ার লোকজন মিন্টুর বাড়িতে গিয়ে মারধর শুরু করলে দু.পক্ষের লোকজন বন্দুকযুদ্ধে জড়িয়ে পড়েন। এতে উভয়পক্ষে কমপক্ষে ৫০ জন আহত হন। তন্মেধ্যে গুরুতর আহত সিপন মিয়ার পক্ষের গুলিবিদ্ধ ২৯ কে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। আহতরা হলেন, রফিক মিয়া(২৫),ছৈইদুর রহমান(২৩),জাহিদ মিয়া(৩০)আবু তাহের(২৬),ফজলু মিয়া(২৮) ফিরোজ মিয়া(৩৭), আজহার আলী(৩৮),মান্নান মিয়া(৩২), আলী আহমদ(২০),শাকির আহমদ(২৪),ফজলু মিয়া(৩৮),শাহানাজ মিয়া(৩৬) ডায়না মিয়া(২৬),লিটন মিয়া(৪০),ফরিদ মিয়া(৩৩),দুদু মিয়া(৩৬),সাহেদ আহমদ(২৫),লিলিক মিয়া(৩০),জমির আলী(২৯) সুজন মিয়া(৩৫),রুবেল মিয়া(২৪),তুহেল মিয়া(২৮),রুহেল মিয়া(২৭) ছালিক মিয়া(১১),সালেহ আহমদ(২০),হান্নান মিয়া(৩৬) মিটু(৩০),কয়েল মিয়া(৩৫),রায়েল মিয়া(২৮)কে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। অপরাপর আহতরা জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তদন্ত খান মোহাম্মদ মাইনুল জাকির জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে জানান,সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রনে আছে।

Exit mobile version