Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরের গোলাম রাব্বানী ভূঁইয়া আর নেই, বিভিন্ন মহলের শোক প্রকাশ

স্টাফ রিপোর্টার :: জগন্নাথপুর উপজেলা পরিষদ রোডস্থ ভূঁইয়াবাড়ি’র বাসিন্দা পৌরশহরের আছাবুনেচ্ছা জামে মসজিদের প্রতিষ্ঠাতা মোতোওয়াল্লি, জগন্নাথপুর ডিগ্রী কলেজে গোলাম মোস্তফা বিজ্ঞান ভবনের দাতা বিশিষ্ট সমাজসেবক, দানশীল, শিক্ষানুরাধী হাজী গোলাম রাব্বানী ভূঁইয়া (৬০) আজ বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টার দিকে লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি… রাজিউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, চার মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন গুনগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভূগছিলেন। উন্নত চিকিৎসার জন্য তিনি প্রায় দুই বছর পূর্বে যুক্তরাজ্যে পরিবার পরিজনদের সঙ্গে বসবাস করছেন।
মরহুমের মরদেহ দেশে আসার সকল প্রস্তুুতি চলছে বলে মরহুমের চাচাত্বভাই পৌরশহরের ইকড়ছই আবাসিক এলাকার বাসিন্দা শাহ আলম জানিয়েছেন। বলেন, জানাজা নামাজ পরে নির্ধারিত হবে।
মরহুমের মৃত্যুতে শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা শোক প্রকাশ করেছেন প্রবীন রাজনীতিবিদ সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিদ্দিক আহমদ, জেলা আওয়ামী লীগের সদস্য নুরুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগ সভাপতি আকমল হোসেন,সুনামগঞ্জ জেলা আইনজীবি সমিতির সভাপতি এডভোকেট মল্লিক মইন উদ্দিন সুহেল, জগন্নাথপুর পৌরসভার মেয়র আলহাজ্ব আব্দুল মনাফ, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা বিএনপির সভাপতি আবু হুরায়রা ছাদ মাষ্টার, জগন্নাথপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান মিজানুর রশীদ ভুঁইয়া, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ,পৌর আওয়ামী লীগ সভাপতি ডা: আব্দুল আহাদ,সাধারন সম্পাদক ইকবাল হেসেন ভুঁইয়া, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র ২ সোহেল আহমদ,জগন্নাথপুর বাজার বনিক সমিতির সভাপতি আফছর উদ্দিন ভূঁইয়া, উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সেক্রেটারি সালাউদ্দিন বর্তমান সেক্রেটারি মাহবুবুর রহমান ভুঁইয়া’বাজার ব্যবস্থাপনা কমিটির সেক্রেটারি জাহির উদ্দিন, পৌরসভার সাবেক প্যানেল চেয়ারম্যান উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম’র সম্পাদক অমিত দেব, বার্তা সম্পাদক আলী আহমদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আওয়ামী লীগ নেতা মুজিবুর রহমান, আওয়ামী লীগ নেতা মাসুম আহমদ, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাফরোজ ইসলাম প্রমুখ।

Exit mobile version