Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী ‘রাইদা ‘ শাবির সমাজবিজ্ঞান বিভাগের পূর্ণমিলনী অনুষ্ঠানে একমাত্র শিশু বক্তা

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের আব্দুল কাদির সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী তাহিয়া আনজুম রাইদা (৬) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথম শিশু বক্তা হিসেবে বক্তব্য দিয়েছে। গত ২৯ ও ৩০ এপ্রিল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের ২৩ বছর পর অনুষ্ঠিত প্রথম পূর্ণমিলনী অনুষ্ঠানে একমাত্র শিশু বক্তা হিসেবে প্রাণবন্ত বক্তব্য রেখে সহস্রাধিক গ্র্যাজুয়েট,বিভাগের শিক্ষক ও উপস্থিত সকলকে সে চমকে দেয়। রাইদা জগন্নাথপুর
শাহজালাল মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ এম এ মতিন ও জগন্নাথপুরের আব্দুল কাদির সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মোছাঃ মান্না বেগমের প্রথম সন্তান। তার পিতা এম এ মতিন ছিলেন ঐ বিভাগের চতুর্থ ব্যাচের প্রাক্তন গ্র্যাজুয়েট। অনুষ্ঠানে

তার বক্তব্যের আগ্রহের কথা বিভাগকে জানালে প্রফেসর ড.আব্দুল গনি ও প্রফেসর ড.কামাল আহমেদ চৌ: অনুষ্ঠানে তাকে বক্তব্য দেয়ার সুযোগ দেন এবং তাঁর প্রদত্ত বক্তব্য শুনে সবাই মুগ্ধ হন। রাইদা তাকে বক্তব্য দেয়ার সুযোগ দেয়ায় সমাজ বিজ্ঞান পরিবারের সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সকলের কাছে দোয়া চেয়েছে।

Exit mobile version