Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরের নলুয়া হাওরের বাঁধ পরিদর্শনে ইউএনও, নির্ধারিত সময়ে কাজ শেষ করার তাগিদ

স্টাফ রিপোর্টার :: জগন্নাথপুরের নলুয়া হাওরের বেড়িবাঁধের কাজ পরিদর্শন করেছেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম বিল্লাহ।
মঙ্গলবার তিনি নলুয়া হাওরের দাসনাগাঁ ও হরিনাকান্দি এলাকার বেড়িবাঁধ পরিদর্শন করেন। এ সময় উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরশ মিয়া, হাওরবাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের জগন্নাথপুর উপজেলা কমিটির সদস্য সচিব জগন্নাথপুরের প্রথম অনলাইন পত্রিকা জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম’র সম্পাদক অমিত দেব, সদস্য ও জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম’র বার্তা সম্পাদক আলী আহমদ, দাসনাগাঁ কুরেরপার বাঁধের পিআইসি’র (প্রকল্প বাস্তবায়ন কমিটি) সভাপতি চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য রনবীর দাস মিন্টু, হীরা মিয়া, ছালিকুর রহমানসহ স্থানীয় কৃষকবৃন্দ উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম বিল্লাহ বলেন, নির্ধারিত সময়ের মধ্যে হাওরের ফসলরক্ষা বাঁধের কাজ শেষ করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। আমরা প্রতিনিয়ত হাওরের বাঁধের কাজের তদারকি করছে। আশা করছি,যথা সময়ের মধ্যেই কাজ সম্পন্ন হবে।

Exit mobile version