Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরের নাদামপুর গ্রামের বিএনপি কর্মী রূপা মিয়া গ্রেফতার

স্টাফ রিপোর্টার:; জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের নাদামপুর গ্রামের বাসিন্দা বিএনপিকর্মী খায়রুল হাসান রূপা মিয়া (৪২)কে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে জগন্নাথপুর বাজার থেকে জগন্নাথপুর থানা পুলিশ তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে নাশকতা সৃষ্টির চক্রান্ত করার অভিযোগসহ নানা অভিযোগ রয়েছে বলে পুলিশ জানায়। জগন্নাথপুর থানার এস.আই হাবিবুর রহমানের নেতৃত্বে পুলিশ তাকে গ্রেফতার করে। রূপা নাদামপুর গ্রামের রাশিদ উল্যার ছেলে।
কলকলিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড ইউপি সদস্য নাদামপুর গ্রামের বাসিন্দা ইকবাল হোসেন সাজাদ ,রূপা মিয়াকে গ্রেফতার করার সত্যতা নিশ্চিত করে জানান,রূপা দীর্ঘদিন ধরে এলাকায় নানা অনিয়মে জড়িত। বিএনপির একজন সক্রিয় কর্মী হিসেবে সরকার বিরোধী অপপ্রচার ও নাশকতার সড়ষন্ত্রের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে বলে শুনেছি।
জগন্নাথপুর থানার ওসি মোহাম্মদ হারুণ রশীদ চৌধুরী জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন,রূপা মিয়ার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। তাকে গ্রেফতার করে সুনামগঞ্জ জেল হাজতেপাঠানো হয়েছে।

Exit mobile version