Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরের পল্লী থেকে মেছোবাঘ শাবক আটক

স্টাফ রিপোর্টার-সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পল্লী থেকে একটি মেছোবাঘ শাবক আটক করে বনবিভাগে হস্তান্তর করা হয়েছে।

উপজেলা প্রশাসন ও এলাকাবাসী সূত্র জানায় উপজেলার ৮ নং আশারকান্দি ইউনিয়নের দাওরাই গ্রামের মোঃ খালেদ মিয়া নামে এক ব্যক্তি নিজ বাড়িতে একটি মুরুগির খামার তৈরি করেন। প্রতিদিন খামার থেকে মেছোবাঘ শাবক মুরোগ খেয়ে ফেলেন। তাই তিনি লোহার খাঁচা বানিয়ে ফাঁদ পেতে রাখেন। বৃহস্পতিবার সকালে ফাঁদে আটকা পড়ে একটি মেছো বাঘ শাবক।
খালেদ মিয়া জানান, সাম্প্রতিককালে তিনটি মেছোবাঘ শাবকের উৎপাত লক্ষ্য করা যায়।
আমার খামারের মুরুগ খাওয়ার পর আমি ফাঁদ পেতে একটি শাবক আটক করি। আর দুটি আটক করা যায়নি। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা কে অবহিত করলে তিনি ঘটনাস্হলে এসে বিষয়টি বনবিভাগকে অবহিত করেন।

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ বলেন, মেছোবাঘ শাবক আটকের ঘটনাটি সিলেটের বনবিভাগকে জানালে তাঁরা এসে শাবকটি নিয়ে যায়।

Exit mobile version