Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরের পাটলীতে ফসল হারানো মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের হাজী আব্দুল আজিজ স্মৃতি সংসদের উদ্যোগে অকাল বন্যায় ফসল হারানো ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বুধবার পাটলী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের চাঁনপুর তালুকদার বাড়িতে এ উপলক্ষে এক আলোচনা সভা প্রবাসী আওয়ামীলীগ নেতা দবিরুজ্জামান এর সভাপতিত্বে ও পাটলী ইউনিয়নের সাবেক প্যানেল চেয়ারম্যান উপজেলা যুবলীগ নেতা নজরুল ইসলাম এর পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি প্রবীণ রাজনীতিবীদ সিদ্দিক আহমদ,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাটলী ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল হক,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম সম্পাদক অমিত দেব,
অন্যানের মধ্যে বক্তব্য রাখেন,পাটলী ইউনিয়ন যুবলীগ আহ্বায়ক রাসেল আহমদ চৌধুরী,সমাজসেবী আরিফ উল্যাহ,মকছু মিয়া,আক্তরুল ইসলাম দুলন আহমদ, শুভেদ ইমরান,মোঃ তেরাব আলী প্রমুখ সভায় ওয়ার্ডের ২৫০ জন দরিদ্র মানুষের মধ্যে চাল ডাল তেলসহ খাদ্য সামগ্রী প্রদান করা হয়। প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি প্রবীণ রাজনীতিবীদ সিদ্দিক আহমদ বলেছেন,সরকারের পাশাপাশি প্রবাসীরা ফসল হারানো মানুষের পাশে দাঁড়ালে মানুষের কোন কষ্ট হবে না। তিনি বলেন,সরকার সর্বত্বকভাবে ফসল হারানো মানুষের পাশে রয়েছে। সবাইমিলে এই সংকট দূর করতে হবে। তিনি বলেন,বর্তমান সরকারের হাতে পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছে তাই খাদ্য নিয়ে চিন্তার কোন কারণ নেই।

Exit mobile version