Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরের পারভীন আক্তারসহ ২৪ জনের রিটের প্রেক্ষিতে সুনামগঞ্জ জেলার সহকারী শিক্ষক নিয়োগ স্থগিত

স্টাফ রিপোর্টার-
সুনামগঞ্জের জেলার সরকারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ স্থগিত করেছে হাইকোর্ট । ৬০ শতাংশ নারী কোটা সংরক্ষণ না করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করায় জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের গুঙ্গিয়ারগাঁও গ্রামের বাসিন্দা
নারী পরীক্ষার্থী পারভীন আক্তার সহ সুনামগঞ্জ জেলার ২৪ জনের দায়েরকৃত রিটের প্রেক্ষিতে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মাহমুদ হাসান তালুকদার এর বেঞ্চ রিটের শুনানি শেষে আজ সোমবার সুনামগঞ্জ জেলার শিক্ষক নিয়োগ স্থগিত করেন। রিটপিটিশন দায়েরকারীদের পক্ষে
সুপ্রিম কোর্টের আইনজীবীর ব্যারিস্টার কাওছার তালুকদার জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম কে জানান,হাইকোর্টে ১৪১২/২০২০ নং রিটকারী ২৪ জনকে কেন ৬০ শতাংশ নারী কোটায় নিয়োগ দেওয়া হবে না আদালত রুল জারি করে সুনামগঞ্জ জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ স্থগিত করেন। ব্যারিষ্টার কাওছার তালুকদার আরো জানান, আমরা আদালতে বলেছি সরকারি বিধি মোতাবেক ৬০ শতাংশ নারী শিক্ষক নিয়োগ করার নিয়ম। কিন্তু এ নিয়ম না মেনে সুনামগঞ্জ জেলায় অতিরিক্ত পুরুষ শিক্ষক নিয়োগ করায় নারী শিক্ষক প্রার্থীরা তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। আদালত বিষয়টি আমলে নিয়ে সুনামগঞ্জ জেলার সরকারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ স্থগিতাদেশ দেন। রিটকারী ২৪ জনের মধ্যে ২৩ জন জগন্নাথপুর উপজেলার বাসিন্দা ও একজন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার বাসিন্দা।
সুনামগঞ্জ জেলার সহকারী শিক্ষা কর্মকর্তা মোশারফ হোসেন জগন্নাথপুর টুয়েন্টি ফোর ডটকম কে জানান, শুনেছি সুনামগঞ্জ জেলার সহকারী শিক্ষক নিয়োগ নিয়ে রিটের প্রেক্ষিতে উচ্চ আদালতে স্থগিতাদেশের আদেশ হয়েছে।

Exit mobile version