Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরের প্রতিবাদী শিক্ষক সামান খান চলে গেলেন না ফেরার দেশে

স্টাফ রিপোর্টার :: জগন্নাথপুর উপজেলার চিলাউড়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জগন্নাথপুর উপজেলা নাগরিক ফোরামের সদস্য সচিব চিলাউড়া বড়বাড়ির বাসিন্দা সামান খান চলে গেলেন না ফেরার দেশে। বুধবার সকাল ১১টায় মরহুমের গ্রামের বাড়িতে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। সোমবার তিনি সিলেটের ফেঞ্জুগঞ্জে লজিং বাড়িতে আকস্মিকভাবে মারা যান। (ইন্না..রাজিউন)। মঙ্গলবার তার লাশ গ্রামের বাড়িতে এসে পৌছে।
মরহুমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জগন্নাথপুর উপজেলা নাগরিক ফোরামের আহবায়ক কলকলিয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হাসিম, চিলাউড়া হলদিপুর ইউনিয়নের চেয়ারম্যান আরশ মিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আতাউর রহমান কামালী, সাধারন সম্পাদক হাজের আলী, যুগ্ম সম্পাদক ফখরুল আহমদ, উপজেলা নাগরিক ফোরামের যুগ্ম আহবায়ক নুরুল হক, জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম’র সম্পাদক অমিত দেব, বার্তা সম্পাদক আলী আহমদ, শিক্ষক সাইফুল ইসলাম রিপন, সাবেক ছাত্রনেতা মুজিবুর রহমান প্রমুখ।
প্রসঙ্গত, সামান খান শিক্ষকতা পেশার পাশাপাশি কিছুদিন দিন সাংবাদিকতা পেশায় জড়িত ছিলেন। তিনি ছিলেন একজন প্রতিবাদী মানুষ। ২০০৭ সালে তৎসময়ে জগন্নাথপুর উপজেলায় নিয়োজিত উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান কাওসারের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে জগন্নাথপুর উপজেলার বাসীর পক্ষের রাজপথে আন্দোলনে অগ্রনী ভূমিকা পালন করেন।

Exit mobile version