Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরের প্রথম পৌর চেয়ারম্যান হিরন মিয়ার ১৬তম মৃত্যু বার্ষিকী আজ

জগন্নাথপুর টুয়েন্টিফোর রিপোর্ট:: জগন্নাথপুর পৌরসভার প্রথম নির্বাচিত চেয়ারম্যান মুক্তিযুদ্ধের সংগঠক প্রয়াত আওয়ামীলীগ নেতা হারুনুর রশিদ হিরন মিয়ার ১৬তম মৃত্যু বার্ষিকী আজ। ২০০০ সালের ২ ডিসেম্বর জগন্নাথপুরবাসীর প্রিয় নেতা হারুনুর রশিদ হিরন মিয়া হৃদযন্ত্রের ক্রীয়াবন্ধ হয়ে চলে যান না ফেরার দেশে।তিনি দীর্ঘদিন জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতির দায়িত্ব পালন করেন। এছাড়াও জগন্নাথপুর সদর ইউনিয়নের চারবারের নির্বাচিত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী ও স্পর্ষভাষী আওয়ামীলীগের নিবেদিতপ্রাণ রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে তিনি দেশব্যাপী সুপরিচিত ছিলেন।১৯৯৯ সালে জগন্নাথপুর সদর ইউনিয়নকে পৌরসভায় রুপান্তরিত করে পৌর নির্বাচনের আয়োজন করা হলে তিনি প্রথম নির্বাচিত পৌর চেয়ারম্যান হিসেবে বিজয়ী হন। দায়িত্ব গ্রহণের অল্পদিনের মধ্যে আকস্মিকভাবে মৃত্যু বরণ করেন। প্রয়াত জাতীয় নেতা আব্দুস সামাদ আজাদ ও জাতীয় নেতা সুরঞ্জিত সেন গুপ্তসহ জাতীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ তাকে শেষ দেখতে ছুঁটে আসেন তার বাড়িতে। পরবর্তীতে উপ-নির্বাচনে পৌরবাসী তাঁর জ্যেষ্টসন্তান মিজানুর রশীদকে পৌর চেয়ারম্যান নিযুক্ত করেন। মৃত্যুর পর হারুনুর রশিদ হিরন মিয়া স্মৃতি সংসদ গঠন করে মরহুমের স্মৃতি ধরে রাখার প্রয়াস চালায় এলাকার একঝাঁক তরুণ। সেই প্রচেষ্ঠার অংশ হিসেবে স্মৃতি সংসদের উদ্যোগে প্রতি বছর নানা কর্মসূচী পালিত হয়।এবারও মরহুমের কবরে শ্রদ্ধা নিবেদন ও মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল স্মরনসভাসহ বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে। জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে রোববার দলীয় অফিসে স্মরণসভা অনুষ্ঠিত হবে। প্রয়াত আওয়ামীলীগ নেতা হারুনুর রশিদ হিরন মিয়া পুত্র বজলুর রশিদ রণি জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন,জগন্নাথপুরবাসী আজো আমাদের প্রয়াত পিতাকে তাঁদের হৃদয়ে ধরে রেখেছেন। তাইতো প্রতি বছর নানা আয়োজনে তাকে স্মরণ করা হয়। আমরা তাঁর কর্মময় জীবন ও বঙ্গবন্ধুর আর্দশের প্রতি শ্রদ্ধাশীল অবস্থানকে অনুসরন করে যাচ্ছি। হারুনুর রশিদ হিরন মিয়ার ঘনিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি প্রবীণ রাজনীতিবীদ সিদ্দিক আহমদ জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম কে বলেন,হিরন মিয়া আওয়ামীলীগের একজন নিবেদিত সংগঠক ছিলেন। মৃত্যুদিনে আমরা তাকে স্মরন করি।

Exit mobile version