Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরের প্রধান সড়ক থেকে অবৈধ গাড়ির ষ্ট্যান্ড অপসারণের দাবী উঠেছে

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরশহরের প্রধান সড়কের ওপর থেকে অবৈধ গাড়ির
স্ট্যান্ড অপসারণের দাবী উঠেছে।
আজ সোমবার দুপুরে জগন্নাথপুর উপজেলা মাসিক আইন শৃংখলা কমিটির সভায় এমন
দাবী করেন বক্তারা।
জগন্নাথপুর উপজেলা সহকারি কমিশনার (এসিল্যান্ড) ইয়াসির আরাফাতের
সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পরিষদের
চেয়ারম্যান আতাউর রহমান, ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, উপজেলা
স্বাস্থ্য ও পরিকল্পনা কর্মকর্তা ডা: মধু সুধন ধর, জগন্নাথপুর প্রেসক্লাব
সভাপতি শংকর রায়, ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম রানা, জগন্নাথপুর থানার
এসআই হাবিবুর রহমান হাবিব, পৌরসভার প্যানেল মেয়র শফিকুল হক, পাইলগাঁর
ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শাহান আহমদ, উপজেলা মৎস্য কর্মকর্তা আখতারুজ্জামান, উপজেলা আবাসিক সহকারি প্রকৌশলী (বিদ্যুৎ) আজিজুল ইসলাম পাবেল, গ্রামাণ আদাতের প্রতিনিধি নিপেশ চন্দ্র পাল, বাজার বনিক সমিতির সভাপতি আফছর উদ্দিন ভূঁইয়া, বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক জাহির উদ্দিন প্রমুখ।

সভায় বক্তারা বলেন, জগন্নাথপুর পৌরশহরের প্রধান সড়কে দীর্ঘদিন ধরে অসংখ্যা অবৈধ গাড়ির ষ্ট্যান্ড গড়ে উঠেছে। ফলে সড়কজুড়ে যতযত্র গাড়ি এলোমেলোভাবে পড়ে থাকে। যে কারণে তীব্র যানজটের সৃষ্টি হয়ে চরম
জনদূর্ভোগের শিকার হয়ে আসছেন জনসাধারন। সড়ক থেকে দ্রুত এসব অবৈধ গাড়ির ষ্ট্যান্ড অপসারণ করে দূর্ভোগ লাঘবের জন্য বক্তারা আহবান জানান।এছাড়া
জগন্নাথপুরের পাইলগাঁও জমিদার বাড়ির ভূমি অবৈধ দখলদারকে নিকট থেকে উদ্ধার
করার জন্য আইনানুগত ব্যবস্থা গ্রহনের আহবান করা হয়েছে।

জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায় জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, জগন্নাথপুর পৌরশহরের প্রধান প্রাণ কেন্দ্রে হিসেবে পরিচিত আব্দুস সামাদ আজাদ আঞ্জলিক মহাসড়কে অসংখ্যা
অবৈধ গাড়ির স্ট্যান্ড বাসানো হয়েছে। ফলে যতযত্র এলোমেলোভাবে সড়কজুড়ে গাড়ি
পাকিং করে রাখা হয়। এতে সীমাহীন ভোগান্তির শিকার হয়ে আসছেন জনসাধারণ। সড়ক
থেকে দ্রুত এসব অবৈধ গাড়ির ষ্ট্যান্ড সরানোর জন্য আহবান জানানো হয়েছে।
জগন্নাথপুর উপজেলা সহকারি কমিশনার (এসিল্যান্ড) ইয়াসির আরাফাত সভায় বলেন,
জনদূর্ভোগ লাঘবে সড়ক থেকে অবৈধ গাড়ির ষ্ট্যান্ড অপসারণের আইনানুত পদক্ষেপ
গ্রহণ করা হবে। এছাড়া জগন্নাথপুরের পাইলগাঁও জমিদার বাড়ির দখল হওয়ার ভুমি
উদ্ধারে ব্যবস্থা নেয়া হবে।

Exit mobile version