Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরের বাঘময়না গ্রামে এক ব্যবসায়ী ঘর দখলের অভিযোগ

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের বাঘময়না গ্রামে এক ব্যবসায়ীর ঘরে জোরপূর্বক দখল নেয়ার অভিযোগ উঠেছে। পূর্ববিরোধের জের ধরে মৌরসী স্বত্ব দখলীয় ঘরের তাল ভেঙ্গে ঘরের দখল নেয়া হয়। এঘটনায় ব্যবসায়ী মোঃ সায়েখ মিয়া বাদী হয়ে মঙ্গলবার জগন্নাথপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। পুলিশ ও ওই ব্যবসায়ীর লিখিত অভিযোগ সূত্র জানায়, বাগময়না গ্রামের মোঃ সায়েক মিয়ার সাথে একই গ্রামের ছোরাব উল্যার সাথে পূর্ব বিরোধ ও মামলা মোকদ্দমা চলছে। ব্যবসার কাজে সায়েক মিয়ার পরিবার সিলেট শহরে বসবাস করায় তাদের বসত ঘর তালা দিয়ে রাখা হয়। প্রতিবেশীদের বাধা অতিক্রম করে ছায়াদ মিয়া গং রা গত ২৬ মার্চ রাত সাড়ে ১১টায় ঘরের তালা ভেঙ্গে ঘরে ঢুকে জোর পূর্বক দখল করে নেয়। তিনি অভিযোগে উল্লেখ করেন, ব্যবসার নিমিত্তে জগন্নাথখপুর শাখাস্থ ব্যাংক এশিয়া উক্ত বাড়ির জায়গা ও ঘর বন্ধক রয়েছে। আবেদনে তিনি আইনি সহযোগীতার মাধ্যমে অবৈধ দখলদারদের কাছ থেকে তাদেরকে দখল সমজাইয়া দিতে দাবী করেন। জগন্নাথপুর থানার ওসি মোঃ মুরসালিন জানান, এঘটনায় একটি লিখিত আবেদন পেয়েছি। বিষয়টি তদন্ত করতে একজন পুলিশ পরির্দশকে দায়িত্ব দেয়া হয়েছে।

Exit mobile version