Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনকালে এমএ মান্নান-শেখ হাসিনার সরকার সকল ধর্মের মানুষের ধর্মীয় উৎসব পালনের নিশ্চয়তা দিয়েছে

স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ -৩ আসনের সংসদ সদস্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেছেন, আওয়ামীলীগ সরকারের শাসনামলে সকল ধর্মের মানুষের ধর্মীয় অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে পালনের নিশ্চয়তা করা হয়েছে। সাম্প্রদায়িক সম্প্রতি উজ্জ্বল দৃষ্টান্ত এখন বাংলাদেশ।তিনি একটি উন্নত সমৃদ্ধ সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ বিনির্মানে আবারো আওয়ামীলীগ কে ভোট দেয়ার আহ্বান জানান। তিনি বৃহস্পতিবার জগন্নাথপুর উপজেলার বিভিন্ন পূজ মন্ডপ পরিদর্শনকালে উপরোক্ত কথা বলেন। প্রতিমন্ত্রী রাত সাড়ে আটটার দিকে জগন্নাথপুর উপজেলা সদরের কেন্দ্রীয় পূজা মন্ডপে আলোচনায় মিলিত হন। কেন্দ্রীয় পূজা মন্ডপ কমিটির সভাপতি প্রদীপ সূত্রধর এর সভাপতিত্বে ও শশিকান্ত গোপ এবং কল্যান কান্তি রায় সানির যৌথ পরিচালনায় এতে বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, স্বাগত বক্তব্য দেন কমিটির সাধারণ সম্পাদক বিভাস দে। সভায় উপস্হিত ছিলেন, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ভারপ্রাপ্ত সভাপতি প্রদীপ সূত্রধর, সাধারন সম্পাদক সুধাংশু শেখর রায় বাচ্ছু,পূজা উদযাপন পরিষদ সাধারন সম্পাদক প্রনব বনিক,পূজা উদযাপন পরিষদ নেতা পিযুস রায় কালা, হীরা মোহন দে,সুজিত রায়,অমিত দেব,অরুপ সরকার,
অধ্যক্ষ আব্দুল মতিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুজিত রায়, সহ প্রচার সম্পাদক ফিরোজ আলী, আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাজী ইকবাল হোসেন ভুঁইয়া, কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মিজানুর রহমান, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাফরোজ ইসলাম প্রমুখ।
এর পুর্বে প্রতিমন্ত্রী পৌর শহরের বাসুদেব বাড়ী আনন্দময়ী, দাস সম্প্রদায়, রানীগঞ্জ, রসুলগঞ্জ, বাউরকাপন পূজা মণ্ডপসহ বিভিন্ন মণ্ডপ পরির্দশন করেন।

Exit mobile version