Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরের ব‌্যবসায়ী ফেরদৌস মিয়া খুনের ঘটনায় সানিকে যাবজ্জীবন কারাদণ্ড

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ঘোষগাঁও গ্রামের  ব্যবসায়ী ফেরদৌস মিয়া’র খুনী সানি মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদানের আদেশ দিয়েছেন আদালত। অর্থ অনাদায়ে ৩ মাসের সশ্রম কারাদণ্ডর আদেশ দেন আদালত।

গতকাল রোববার সুনামগঞ্জের অতিরিক্ত দায়রা জজ মোহাম্মদ আব্দুল্লাহ্ আল মামুন এই আদেশ দেন।

জগন্নাথপুরের শিবগঞ্জ রোডের ঘোষগাঁও এলাকার শাহরিন ভেরাইটিজ স্টোরের মালিক ফেরদৌস মিয়াকে ২০০৮ সালের ১৪ জুন রাতে দোকান থেকে ফেরার পথে খুন করা হয়। পূর্ব শত্রুতার জের ধরে একই উপজেলার ঘোষগাঁও কোনাপাড়া গ্রামের আবদাল মিয়ার ছেলে সানি মিয়া এ ঘটনা ঘটায়। ঘটনার পরদিন নিহতের বড় ভাই জগন্নাথপুর থানায় সানি মিয়াসহ ৬ জনকে আসামী করে খুনের মামলা দায়ের করেন। এই মামলার তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।
দীর্ঘ শুনানী শেষে রোববার আদালত সানি মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে ৩ মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন।
মামলার অপর আসামী একই গ্রামের আব্দুর রউফের ছেলে সাজ্জাদ মিয়া, মিয়াধন উল্লাহ্’র ছেলে মো. নুর আলম, লুৎফুর রহমানের ছেলে মো. আজম মিয়া, নেত্রকোণার মোহনগঞ্জের মৃত মিয়া হোসেনের ছেলে রবিকে বেকসুর খালাস প্রদান করা হয়।
মামলায় বাদী পক্ষে আইনজীবী ছিলেন সৈয়দ জিয়াউল ইসলাম, আসামীপক্ষে ছিলেন মো. আজাদুল ইসলাম ও আজমল হোসাইন।

Exit mobile version