Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরের মাদরাসা ছাত্র সোহাগের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেছে মাদরাসা শিক্ষ সমিতি

জগন্নাথপুর উপজেলাধীন ঐতিহ্যবাহী জয়দা আরাবিয়া দাখিল মাদরাসার ৮ম শ্রেণীর ছাত্র মাহফুজুর রহমান সোহাগ দূর্বৃত্তদের হাতে নৃস্বংসভাবে খুন হওয়ার ৯দিন পার হয়ে যাওয়ার পরও এপর্যন্ত হত্যার কোন রহস্য উদঘাটিত না হওয়ায় মাদরাসা শিক্ষক সমিতি জগন্নাথপুর এর নেতৃবৃন্দ প্রকৃত দোষীদের অতিশীঘ্র গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির দাবী প্রদানের জন্য প্রশাসনের প্রতি জোর দাবী জানান। অন্যথায় জগন্নাথপুর সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে ঐক্যবব্ধভাবে ময়দানে ঝাপিয়ে পড়বে। গতকাল বিকাল ৩টায় মাদরাসা শিক্ষক সমিতির নেতৃবৃন্দ এক জরুরী সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করেন। সমিতির সভাপতি অধ্যক্ষ মাওলানা মোঃ ছমির উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন-সমিতি সহসভাপতি অধ্যক্ষ মাওলানা মোঃ মঈনূল ইসলাম পারভেজ, অধ্যক্ষ মাওলানা মোঃ মুস্তফা কামাল, সাধারণ সম্পাদক অধ্যক্ষ সৈয়দ রেজওয়ান আহমদ, যুগ্মসম্পাদক সুপার মাওলানা মোঃ তাজুল ইসলাম আলফাজ, সাংগঠনিক সম্পাদক সুপার মাওলানা মোঃ মাখছুছুল করীম চৌধুরী, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ ফয়েজ উদ্দীন, অর্থ সম্পাদক মাওলানা মোঃ আব্দুল গফ্ফার আজাদ, নির্বাহী কমিটির সম্মানিক সদস্য আধ্যক্ষ আবু ইউসূফ মোহাম্মদ মানিক, সুপার মাওলানা মোঃ সালেহ আহমদ, সুপার মাওলানা মোঃ আমিরুল ইসলাম, সুপার মাওলানা মো: আমির আলী, সুপার মাওলানা মো: জমির উদ্দীন, সুপার মাওলানা মো: বদরুল আলম, সুপার মাওলানা মো: তাজুল ইসলাম, মুফতি মোহাম্মদ গিয়াস উদ্দীন, সহসুপার মাওলানা মো: নূরুল হক, মাওলানা মো: ওলীউর রহমান, সহসুপার মাওলানা মো: আব্দুল কাদির, এডি এম ফখর উদ্দীন, নূর মোহাম্মদ প্রমূখ।
প্রেস বিজ্ঞপ্তি –

Exit mobile version