Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরের রথ যাত্রায় হামলার ঘটনায় সিলেট ইস্কন মন্দিরে প্রতিবাদ সভা

গত বুধবার (৬ জুলাই) বিকেলে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলায় আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ ইস্কন এর উদ্যোগে আয়োজিত শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসবে স্থানীয় কিছু দৃস্কৃতকারী কর্তৃক বর্বরোচিত পৈশাচিক জঘন্য হামলার তীব্র নিন্দা প্রতিবাদ এবং অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি জানানো হয়েছে।

শুক্রবার আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ ইস্কন মন্দির কাজলশাহ সিলেটে অনুষ্ঠিত এক প্রতিবাদ সভায় বক্তারা এ দাবি জানান।

প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ ইস্কন বাংলাদেশের সহ-সভাপতি ও ইসকন সিলেটের অধ্যক্ষ শ্রীপাদ নবদ্বীপ দীজ গৌরাঙ্গ দাস ব্রহ্মচারী।

সভায় বক্তারা বলেন, সনাতন হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব রথযাত্রা উৎসবে এরকম ন্যাক্কারজনক সন্ত্রাসী হামলা সর্বস্তরের হিন্দু ধর্মের মানুষের মন-প্রাণে চরম দুঃখ ও ক্ষোভের সৃষ্টি করেছে। এ নিন্দনীয় ঘটনা দেশ ও রাষ্ট্রের জন্য ক্ষতিকারক। এই কলঙ্কজনক ঘটনা শান্তিপূর্ণ সমাজ ব্যবস্থার বিরুদ্ধে। প্রতিবাদ সভায় বক্তরা বলেন, এসকল দুস্কৃতিকারীরা ইস্কন নামহট্ট সংঘের নেতৃবৃন্দের উপর ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অপচেষ্টা চালাচ্ছে। প্রতিবাদ সভায় নেতৃবৃন্দ তাদের বক্তব্যে জগন্নাথপুরে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসবে কাপুরুষিত হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক কঠোর শাস্তি ও ইস্কন নামহট্ট সংঘের নেতৃবৃন্দের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানান।

প্রতিবাদ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিলেট দেবালয় রথাযাত্রা উদযাপন কমিটির সিনিয়র সহ-সভাপতি ও শ্রীহট্ট সংস্কৃত কলেজের অধ্যক্ষ ড. দিলীপ কুমার দাস চৌধুরী, ইস্কন সিলেটের সাবেক সাধারণ সম্পাদক বলদেব কৃপা দাস, শ্রীশ্রী হরেকৃষ্ণ নামহট্ট সংঘ সিলেটের সাবেক সভাপতি বুদ্ধি গৌর দাস, শ্রীশ্রী হরেকৃষ্ণ নামহট্ট সংঘ সিলেটের সাবেক সাধারণ সম্পাদক পরমেশ্বর কৃষ্ণ দাস, শ্রীশ্রী হরেকৃষ্ণ নামহট্ট সংঘ সিলেটের রমনা কৃষ্ণ দাস, শ্রীশ্রী হরেকৃষ্ণ নামহট্ট সংঘ সিলেটের মধুর মূরলি দাস, নামহট্ট সিলেট বিভাগের সাধারণ সম্পাদক পান্ডব গোবিন্দ দাস, ইস্কন সিলেটের সাধারণ সম্পাদক শ্রীভাগবত করুনা দাস ব্রহ্মচারী, বাসুদেব নামহট্ট সংঘ জগন্নাথপুরের সভাপতি মিন্টু রঞ্জন ধর, ইস্কন সিলেটের আইন বিষয়ক সম্পাদক নিধি কৃষ্ণ দাস, সাংবাদিক সজল ঘোষ প্রমুখ।

প্রতিবাদ সভা পরিচালনা করেন ইস্কন ইয়ূথ ফোরামের সাধারণ সম্পাদক দেবশ্রী শ্রীবাস। প্রেস বিজ্ঞপ্তি

Exit mobile version