Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরের রানীগঞ্জের কুশিয়ারা নদীতে ৬ দিন ধরে ফেরী পারাপার বন্ধ

স্টাফ রিপোর্টার :: জগন্নাথপুরের রানীগঞ্জ কুশিয়ারা নদীতে ফেরিপারাপার বন্ধ হয়ে গেছে। যান্ত্রিক ক্রটির করনে গত ৬ দিন ধরে ফেরিচলাচল বন্ধ হয়ে যায় বলে স্থানীয় এলাকাবাসী জানিয়েছেন। ফলে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে জনসাধারনকে।

এলাকাবাসী জানান, উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের রানীগঞ্জ বাজার সংলগ্ন কুশিয়ারা নদী পারাপারের একমাত্র ফেরীটি গত ৩ জুন থেকে যান্ত্রিক সদস্যা সৃষ্টি হওয়ায় ফেরীপারাপার বন্ধ হয়ে যায়। ফলে পাগলা জগন্নাথপুর-আউশকান্দি আঞ্চলিক মহাসড়কে সরাসরি যানচলাচল বন্ধ হয়ে পড়েছে।

রানীগঞ্জ বাজার ব্যবসায়ী সুহেল আহমদ জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম কে জানান, ফেরী চলাবন্ধ বন্ধ হয়ে পড়ায় মালামাল নিয়ে আসেেত খুবই কষ্টের শিকার হয়ে হচ্ছে। নদীর দক্ষিনপাড় থেকে ছোট নৌকাযোগে বাজারে মালামাল আনতে হয়। এতে বাড়তি অর্থ টাকা ব্যয় হচ্ছে। গত ৬ দিনেও কর্তৃপক্ষ ফেরীর সদস্যা সমাধান করতে পারেনি।

রানীগঞ্জের ফেরীচলাচল বন্ধ হাওয়ার খবরের সত্যতা নিশ্চিত করে স্থানীয় রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম রানা জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম কে জানান, ফেরী পারাপার বন্ধ থাকায় দূর্ভোগের পড়েছেন যাত্রীরা। সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ গ্রহনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষে বলেছি।

সুনামগঞ্জ জেলা নির্বাহী প্রকৌশলী (সওজ) শফিকুল ইসলাম জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম কে জানান, ফেরীর ইঞ্জিনে ক্রটি দেখা দেয়ায় এ সংকট দেখা দিয়েছে। দুই এক দিনে মধ্যে ফেরী এ সমস্যা সমাধান হয়ে যাবে আশা করি।

Exit mobile version