Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরের রানীগঞ্জ ইউনিয়নে ঈদের বিশেষ সরকারী চাল বিতরনে ওজনে কম দেয়ার অভিযোগ

স্টাফ রিপোর্টার: :: সুনামগঞ্জের জগন্নাথপুুরে ঈদের বিশেষ ভিজিএফ’র চালের ওজনে কম দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার উপজেলার রানীঞ্জ ইউনিয়ন পরিষদের উদ্যোগে সরকার কর্তৃক ঈদের বিশেষ ভিজিএফ’র চাল বিতরণ করা হচ্ছে। জনপ্রতি ১০ কেজি করে চাল দেয়ার কথা থাকলেও ৭ ও ৮ কেজি করে চাল বিতরণ করা হয়েছে বলে স্থানীয় লোকজন অভিযোগ করেছেন।
রানীগঞ্জ ইউনিয়নের বাঘময়না গ্রামের বাসিন্দা সালেহ আহমদ জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম কে জানান, সরকারিভাবে ১০ কেজি করে চাল দেওয়ার কথা থাকলেও আমাদের ইউনিয়নে ৭ কেজি করে চাল দেয়া হচ্ছে।
স্থানীয় রানীগঞ্জ বাজার ব্যবসায়ী সোহেল আহমদ জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম কে জানান, মাষ্টার রোল ফরমে ১০ কেজি করে চাল দেওয়া হচ্ছে বলে লোকজনের নিকট থেকে টিপ সাক্ষর আদায় করা হচ্ছে। কিন্তুু ওজনে ২/৩ কেজি চাল কম দেয়া হয়। বিষয়টি স্থানীয় চেয়ারম্যানের নিকট জানতে গেলে তাকে পরিষদের পাওয়া যায়নি।

এব্যাপারে রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম রানার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম কে ওজনে কম দেওয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, প্রত্যেক ব্যক্তিকে ১০ কেজি করে ঈদের বিশেষ বরাদ্দের ভিজিএফ’র চাল দেওয়া হচ্ছে।

এ প্রসঙ্গে জানতে জগন্নাথপুরের ইউএনও মোহাম্মদ মাসুম বিল্লাহ’র মুঠোফোনে যোগাযোগ করা হলে ফোনটি বন্ধ পাওয়া যায়।

Exit mobile version