Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরের রানীগঞ্জ গণহত্যায় আহত মুজম্মিল আর নেই

স্টাফ রিপোর্টার :: জগন্নাথপুরের রানীগঞ্জ গণগত্যায় আহত ব্যবসায়ী মুজম্মিল হোসেন (৮৫) আর নেই। (ইন্না..রাজিউন)। মঙ্গলবার সকাল সাড়ে আটটায় তিনি নিজ বাড়িতে ইন্তেকাল করেন। বিকেল সাড়ে ৪টায় মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
প্রসঙ্গত, ১৯৭১ সালে ১ লা সেপ্টেম্বর জগন্নাথপুর উপজেলার প্রাচীনতম ব্যবসা কেন্দ্র রানীগঞ্জ বাজারে পাক সেনারা শান্তি কমিটির সভা ডেকে বাজারের ব্যবসায়ী ও এলাকার দুই শতাধিক লোকজনকে বাজারের প¦াশবর্তী কুশিয়ারা নদীর পাড়ে জড়ো করে নির্বিচারে গুলি চালিয়ে হত্যাযজ্ঞ চালায়। এ ঘটনায় অর্ধশতাধিক ব্যাক্তি আহত হন। তাদের মধ্যে রানীগঞ্জ ইউনিয়নের গর্ন্ধবপুর গ্রামের মুজম্মিল হোসেনও ছিলেন। তাঁর পায়ে গুলি লেগেছিল। সৌভাগ্যক্রমে তিনি বেঁচে গিয়েছিলে।
মরহুমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি নুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আকমল হোসেন, সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা, রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম রানা, মুক্তিযোদ্ধা আব্দুল হাফিজ, আব্দুল হক, জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম’র সম্পাদক অমিত দেব, বার্তা সম্পাদক আলী আহমদ, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সুন্দর আলী, সাধারন সম্পাদক ছদরুল ইসলাম, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, সাধারন সম্পাদক আবুল হোসেন লালন, উপজেলা যুবলীগ নেতা ছালেহ আহমদ, ইউনিয়ন যুবলীগের আহবায়ক নাজমুল হক, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আজমল হোসেন মিঠু প্রমুখ।

Exit mobile version