Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরের রানীগঞ্জ বাজারে পাল্টাপাল্টি ব্যবসায়ী কমিটি গঠন নিয়ে বিরোধ তুঙ্গে

স্টাফ রিপোর্টার::জগন্নাথপুর উপজেলার অন্যতম বাণ্যিজিক কেন্দ্র রানীগঞ্জ বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটি গঠনকে কেন্দ্র কওর ব্যবসায়ীদের মধ্যে বিভক্তি দেখা দিয়েছে। পাল্টাপাল্টি কমিটি গঠন হওয়ায় সাধারণ ব্যবসায়ীরা বিপাকে পড়েছেন। এনিয়ে চাপা উত্তেজনা বিরাজ করছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। ব্যবসায়ীরা জানান, অতি সম্প্রতি আওয়ামীলীগ কার্যালয়ে রানীগঞ্জ বাজার তদারক কমিটি গঠন উপলক্ষে হাজী ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্টিত সভায় সর্বসম্মতিক্রমে হাজী সুন্দর আলীকে সভাপতি ও হাজী চান মিয়াকে সাধারণ সম্পাদক ও তরুণ ব্যবসায়ী মোতাহির আলীকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। অপরদিকে জবরুল হককে সভাপতি ও নিজাম উদ্দিন জালালীকে সাধারণ সম্পাদক ও হুমায়ুন তালুকদারকে যুগ্ম সাধারণ সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট পাল্টা কমিটি গঠন করা হয়। দুই কমিটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দু’পক্ষের লোকজন প্রচারনা চালিয়ে যাওয়ায় সাধারণ ব্যবসায়ীরা বিপাকে পড়েছেন। কমিটি নিয়ে বিরোধ ক্রমশ বাড়ছে।

Exit mobile version