Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরের রৌয়াইল উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষকদের সন্মাননা প্রদান

স্টাফ রিপোর্টার-
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ঐতিহ্যবাহী রৌয়াইল উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সম্মাননা দেওয়া হয়েছে।
সোমবার দুপুরে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের রৌয়াইল উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে এ সম্মাননা প্রদানের আয়োজন করা করে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষকার্থীবৃন্দ।

বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, সিলেটের মদন মোহন কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ড. আবুল ফতেহ ফাত্তাহ। বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র আব্দুল বাছিদ সজলু’র পরিচালনায়

সংবর্ধিত অতিথির বক্তব্য দেন, রৌয়াইল উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুল কুদ্দুছ, অবসরপ্রাপ্ত সহকারি শিক্ষক মো. আব্দুল হাকিম, মো. জালাল উদ্দিন ও রাধিকা রঞ্জন দাস চকদার। অন্যানের মধ্যে
বক্তব্য দেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসলাম উদ্দিন ফকির, প্রাক্তন শিক্ষার্থী রাজনীতিবীদ রফিকুল ইসলাম খসরু, শাহজাহান সিরাজী, জামাল উদ্দিন, জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুক্তাদির আহমদ মুক্তা, আমিরুল হক বাবলু, আসমা বেগম রুবি, অ্যাডভোকেট বনশ্রী দাস অপু, নাজমুল হক, মাহবুব হোসেন মিঠু, আসরাফুজ্জামান বাদশা, সাইফুল রহমান রানা প্রমুখ। সভায়
রৌয়াইল উচ্চ বিদ্যালয়ের দেশে-বিদেশে অবস্থানরত প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে ওই বিদ্যালয়ে চার জন অবসরপ্রাপ্ত শিক্ষকদের নগদ ২৫ হাজার টাকার করে এক লাখ টাকা ও সম্মাননা স্মারক ক্রেষ্ট প্রদান করা হয়।

Exit mobile version