Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরের শিক্ষক দম্পতির সন্তান পূর্বা দে সংগীতে জেলায় প্রথম

স্টাফ রিপোর্টার – জাতীয় শোক দিবস উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় অনলাইন ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় সঙ্গীতে সুনামগঞ্জ জেলায় প্রথম স্হান অর্জন করেছে জগন্নাথপুর উপজেলার ছিক্কা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী পূর্বা দে। পূর্বা ছিক্কা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (উপজেলা শিক্ষা কমিটির  শিক্ষক প্রতিনিধি) রূপক কান্তি দে ও ওয়ারিদ উল্যাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাপ্পি দে এর ছোট মেয়ে। সে জগন্নাথপুর উপজেলা শিল্পকলা একাডেমির শিক্ষার্থী। উপজেলা পর্যায়ের প্রতিযোগিতায় সে বঙ্গবন্ধুর ৭ ই মার্চের ভাষণ, সঙ্গীত ও আবৃত্তি প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রথম স্হান অর্জন করে। মঙ্গলবার সুনামগঞ্জ জেলায় অনলাইন প্রতিযোগিতায় অংশ নিয়ে সঙ্গীতে প্রথম স্হান অর্জন করে। জেলা কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী স্বাক্ষরিত ফলাফলে গতকাল  এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। বিভাগীয় ও জাতীয় পর্যায়ে অংশ নিয়ে সফলতা অর্জনে পূর্বা দে সকলের আশীর্বাদ ও দোয়া প্রত্যাশী।

Exit mobile version