জগন্নাথপুরের শিক্ষক দম্পতির সন্তান পূর্বা দে রবীন্দ্র সঙ্গীতে সিলেট বিভাগের সেরা
Update Time :
রবিবার, ২৩ জুলাই, ২০২৩
স্টাফ রিপোর্টার- বাংলাদেশ শিশু একাডেমি আয়োজিত সিলেট বিভাগে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় এই বছর রবীন্দ্র সঙ্গীতে খ বিভাগে প্রথম হয়েছে জগন্নাথপুরের শিক্ষক দম্পতির সন্তান পূর্বা দে। পূর্বা আগামী ২৫ থেকে ৩০ জুলাই জাতীয় পর্যায়ে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেবে।
পূর্বা দে জগন্নাথপুর সরকারী বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। তার বাবা রূপক কান্তি দে উপজেলা শিক্ষা কমিটির শিক্ষক প্রতিনিধি ও জগন্নাথপুরের ছিক্কা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং মা বাপ্পী দে একই উপজেলার ওয়ারিদ উল্লাহ্ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। পূর্বা দে গত বছর রবীন্দ্র সঙ্গীতে সিলেট বিভাগের দ্বিতীয়স্হান অর্জন করে।পূর্বা সকলের আশীর্বাদ প্রার্থী।