Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরের শিবগঞ্জ-বেগমপুর সড়কে ৫ কোটি টাকা ব্যয়ে সংস্কার নির্মাণ কাজ শুরু

স্টাফ রিপোর্টার::

সুনামগঞ্জের জগন্নাথপুরের শিবগঞ্জ-বেগমপুর সড়কের সংস্কার কাজ অবেশেষে শুরু হয়েছে। র্দীঘদিন প্রায় ৫ বাচর পর সংস্কারহীন এ সড়কে সংস্কার কাজ শুরু হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরেেেছ।
জগন্নাথপুরের এলজিইডি কার্যালয় সুত্র জানা যায়, শিবগঞ্জ-বেগমপুর রাস্তা গত ৫ বছর ধরে বেহাল অবস্থা বিরাজ করছে। এরমধ্যে এবারের বন্যার ভাঙনে সড়কজুড়ে বড় বড় গর্ত ও খানাখন্দ সৃষ্টি হওয়ায় সড়কটি অকেজো হয়ে পড়ে। ২০১৫ সালে ওই সড়কের ১২ কিলোমিটার সংস্কার কাজের জন্য ৫ কোটি ১৬ লাখ ৪৭ হাজার টাকার টেন্ডার আহ্বান করা হলে কাজ পায় লৌহজং নাসিম সুয়েব জে.বি এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান।
চলতি সপ্তাহে ঠিকাদারী প্রতিষ্টানের পক্ষ থেকে ওই সড়কের ঘোষগাও নামকস্থানে এ সড়কের সংস্কার কাজ শুরু হয়।
জগন্নাথপুরের এলজিইডি’র উপ প্রকৌশলী আমীর হোসেন জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, ৮/১০ দিন পূর্বে ওই সড়কে সংস্কার কাজ শুরু হয়েছে। আশা করছি দ্রুতগতি কাজ সম্পন্ন করা হবে।

Exit mobile version