Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরের শ্যামহাট্র আশ্রমের নতুন কমিটি গঠন ধীরেন্দ্র সেন সভাপতি অমিত দেব সেক্রেটারী

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর উপজেলার ঐতিহ্যবাহী প্রাচীনতম শ্রীমন্দির শ্রীশ্রী কৃষ্ণচরণ গোস্বামী প্রভূপাদের প্রতিষ্ঠিত শ্যামহাট্র আশ্রম উন্নয়ন ও পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। গতকাল উপজেলার পাটলী ইউনিয়নের শ্যামহাট্র শ্রীমন্দির প্রাঙ্গনে কমিটি গঠন উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীশ্রী কৃষ্ণচরণ গোস্বামী প্রভূপাদের পঞ্চমপুরুষ শ্রীশ্রী বিশ্বরূপ গোস্বামী প্রভূপাদ। তিনি তাঁর বক্তব্যে বলেন,বৃহত্তর সিলেট বিভাগের মধ্যে বৈষ্ণবাচার্য্য অনুসারী যেসব মন্দির রয়েছে তাঁর মধ্যে শ্যামহাট্র আশ্রম অন্যতম। তাই এই মন্দিরের ভাবমূর্তি অক্ষুন্ন রেখে সবাইকে দায়িত্ব পালন করতে হবে। তিনি অতীতের ন্যায় মন্দিরের কীর্তন ও পূজাঅর্চনা অব্যাহত রেখে উন্নয়ন কার্যক্রম পরিচালনার আহ্বান জানান। তিনি মন্দিরের উন্নয়ন ও পরিচালনার বিষয়ে দিক নির্দেশনামুলক বক্তব্য রাখেন।
মন্দির পরিচালনা কমিটির বিদায়ী সভাপতি জগদিশ দে রানার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিন্টু রঞ্জন ধর এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জগন্নাথ জিউর কেন্দ্রীয় শ্রীমন্দির কমিটির সাধারণ সম্পাদক বিজন কুমার দেব। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন,সুবোধ পাল, ধীরেন্দ্র কুমার সেন,দীপন কান্তি দে,অমল কান্তি দেব, কৃপেন্দ্র রঞ্জন দে,প্রসুন কান্তি দেব, দ্বিপক কান্তি দে দীপাল,রূপক কান্তি দে,পার্থ দে,অমিত দেব.দীপন পাল,গৌরাঙ্গ চন্দ্র দে পানু, রঞ্জু দাশ,নিশী কান্ত দাস,মহারত্ন দে,বৈষ্ণবরায় আশ্রম পরিচালনা ও উন্নয়ন কমিটির কোষাধ্যক্ষ জীতেন্দ্র দেবনাথ প্রমুখ পরে সভায় নতুন কমিটি গঠনকল্পে পুরানো কমিটি বিলুপ্ত করে শ্রীশ্রী প্রভূপাদ বিশ্বরুপ গোস্বামীর সভাপতিত্বে ও ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব এর সঞ্চালনায় নতুন কমিটি গঠন কার্যক্রম শুরু হয়। এতে সর্বসন্মতিক্রমে ধীরেন্দ্র কুমার সেন কে সভাপতি ও অমিত কান্তি দেব কে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট মন্দির পরিচালনা ও উন্নয়ণ কমিটি গঠন করা হয়। কমিটিতে সহ-সভাপতি হিসেবে মিন্টুর ঞ্জন ধর,প্রসুন কান্তি দেব,গৌরাঙ্গ চন্দ্র দে ফানু.যুগ্ম সাধরন সম্পাদক হিসেবে রঞ্জু দাশ,পার্থ দেব কোষাধ্যক্ষ হিসেবে দিপন পাল, ধর্ম ও প্রচার সম্পাদক হিসেবে শ্যাম সুন্দর দে রাধেশ্যাম সর্বসন্মতিক্রমে মনোনীত হন। অপরদিকে শ্যামহাট্র আশ্রম পরিচালনা ও উন্নয়নের জন্য একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। এতে উপদেষ্ঠা হিসেবে জগদীশ দে রানা,সুবোধ রঞ্জন পাল,দীপেন্দ্র দে দিপন,নরেশ দাশকে উপদেষ্ঠা করা হয়।

Exit mobile version