Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরের শ্যামহাট আশ্রমে প্রভুপাদ কৃষ্ণচরণ গোস্বামীর তিরোধান তিথি উৎসব উৎযাপন

স্টাফ রিপোর্টার:; শ্রীকৃষ্ণ চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভুর অন্তরঙ্গ পার্যদ চৌষট্রি মোহন্তের অন্যতম শ্রী নারায়ন বাচস্পতি মহোদয়ের আত্মজ শ্রীল বৈষ্ণব রায় ও মনোহর রায়ের বংশদ্ভোবত সিদ্ধমহাপুরুষ শ্রী শ্রী কৃষ্ণচরণ গোস্বামীর প্রভুপাদের প্রতিষ্ঠিত জগন্নাথপুর উপজেলার শ্যামহাট আশ্রমে গতকাল বৃহস্পতিবার শেষ হয়েছে কৃষ্ণচরণ গোস্বামীর তিরোধান তিথি উপলক্ষে তিন দিনব্যাপী অনুষ্ঠান। বুধবার বিকেলে সিলেটের শ্রীহট্র হরিসভার মাধ্যমে শ্রীচৈতন্যচরিতামৃতপাঠ ও ধর্মসভা অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন বিশিষ্ট ধর্মানুরাগী জগদিশ চন্দ্র ক্ষত্রিয়। এরপর রাতে শুভ অধিবাসের মাধ্যমে তিনদিন ব্যাপী উৎসবের শুরু হয়। এরপর চলে অষ্টপ্রহরব্যাপী লীলা সংকীর্ত্তন। এতে বিশিষ্ট কীত্তানিয়াবৃন্দ লীলা সংকীত্তন পরিবেশন করেন। শুক্রবার দুপুরে দধিভান্ড ভঞ্জন ও মহাপ্রসাদ বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের শেষ হয়। শ্যামহাট আশ্রম উন্নয়ন ও পরিচালনা কমিটির সভাপতি ধীরেন্দ্র কুমার সেন ও সাধারণ সম্পাদক অমিত দেব জানান,বিপুল ভক্তসমাগমের মাধ্যমে সিদ্ধমহাপুরুষ প্রভুপাদ শ্রীশ্রী কৃষ্ণচরণ গোস্বামীর তিরোধান তিথি উৎসব যথাযোগ্য মর্যাদায় প্রতি বছরের মতো এবারও পালিত হয়েছে। উৎসব সুষ্ঠ ও সুশৃঙ্খলভাবে পালিত হওয়ায় শ্যামহাট আশ্রম কমিটির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানানো হয়।

Exit mobile version