Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরের শ্রীরামসি পাঁচমহল্লায় প্রবাসীর উদ্যোগে ট্রান্সফরমার স্থাপন-লো-ভোল্টেজ সমস্যার সমাধান

আজিজুর রহমান আজিজ:: জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়নে শ্রীরামসি পাঁচমহল্লা এলাকায় এক যুক্তরাজ্য প্রবাসীর সহায়তায় একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার বসানো হয়েছে। এতে করে ওই এলাকার ৫শতাধিক পরিবারের দীর্ঘদিনের বিদ্যুতের লো-ভোল্টেজ সমস্যার সমাধান হয়েছে। বুধবার দুপুরে আনুষ্ঠানিকভাবে ট্রান্সফরমার বসানো কাজের উদ্বোধন করেন জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আকমল হোসেন। এসময় উপজেলা আওয়ামীলীগ নেতা আব্দুল কাইয়ুম মশাহিদ, যুক্তরাজ্য প্রবাসী আব্দাল মিয়া, এলাকার সমাজকর্মী মতিন মিয়া,কামাল হোসেন,শাহেদ মিয়া,শিশু মিয়া,হাজি আক্তার মিয়া,বদরুল ইসলাম, গোলাম রব্বানী ঝুনুসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। যুক্তরাজ্য প্রবাসী আব্দাল মিয়া জানান, দীর্ঘদিন ধরে শ্রীরামসি পাঁচমহল্লার বাসিন্দারা বিদ্যুতের লো-ভোল্টেজ সমস্যায় ভূগছিলেন। বিষয়টি নিয়ে স্থানীয় বিদ্যুৎ অফিসের সাথে যোগাযোগ করে নিজের অর্থায়নে ২৫০কেভি নতুন বৈদ্যুতিক ট্রান্সফরমার বসানোর ব্যবস্থা করি। এতে করে দীর্ঘদিনের বিদ্যুৎ লো-ভোল্টেজ সমস্যার সমাধান হয়েছে। এদিকে দীর্ঘদিনের লো-ভোল্টেজ সমস্যার সমাধান হওয়ায় এলাকাবাসী ও অতিথিরা আনন্দিত হয়ে মিষ্টিমুখ করেন।

Exit mobile version