Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরের শ্রীরামসী বাজারেে একের পর এক চুরির ঘটনা ঘটছে

স্টাফ রির্পোটার :: জগন্নাথপুরের শ্রীরামসী বাজার এলাকায় অস্বাভাবিকভাবে চুরির ঘটনা বেড়ে গেছে। একের পর এক ব্যবসা প্রতিষ্টা, মসজিদ, মাজারে চুরির ঘটনা ঘটছে । আতংকিত হয়ে পড়েছেন ব্যবসায়ীরা। এ আংতক ছড়িয়ে পড়ছে গ্রামেও।

জানা যায়, উপজেলার মীরপুর ইউনিয়নের শ্রীরামসী বাজার এলাকায় ঘনঘন চুরির ঘটনা বৃদ্ধি পেয়েছে। গত এক মাসে ১৫ থেকে ২০ টি চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত ২৩ অক্টোবর শ্রীরামসী ঈদগাহ মার্কেটে কদ্দুস মিয়ার দোকানের তালা ভেঙ্গে চোরের নগদ টাকাসহ মালামাল চুরি করে নিয়ে গেছে। ২১ অক্টোবর বাজারের সমর দাসের রেস্টুরেন্টের তালা ভেঙ্গে চোরেরা দোকানের ক্যাশ বক্সের তালা ভেঙ্গে টাকা চুরি করে। একই রাতে ওই বাজারে আরো ৫টি চুরির ঘটনা ঘটেছে। ১৮ অক্টোবর শ্রীরামসি জামে মসজিদের অজুখানার পাইপ ও টেপ চুরি করে নিয়ে যায় চোরেরা ।
১৪ অক্টোবর শ্রীরামসি বায়তুল মামুর জামে মসজিদে থাই গ্লাসের তালা ভেঙ্গে দান বক্ষের তালা ভেঙ্গে টাকা নিয়ে যায়। এছাড়াও মসজিদের নামাজের মাদুর কেঁটে ফেলে রেখে চলে যায়। এ নিয়ে ওই মসজিদে ৩ বার চুরি হয়েছে। এছাড়া শ্রীরামসী ঈদগাহ মার্কেটে নাহিদ ষ্টোর, শ্রীরামসী ডেঙ্গ শাহ’র মাজার, আকিল মিয়ার টঙ্গি দোকান, কাইয়ুম বীজ ও সার ঘর, ইয়াওর মিয়ার ভেরাইটিজ ষ্টোর, মিজানুর রহমানের দোকানসহ আরো অনেকের ব্যবসা প্রতিষ্টানে চুরির ঘটনা ঘটেছে।

শ্রীরামসী গ্রামের বাসিন্দা শ্রীরামসী জামে মসজিদের মোতলী মাহবুব রহমান জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম কে জানান, শ্রীরামসী বাজার এলাকায় অস্বাভাবিকভাবে চুরির ঘটনায় আমরা আতংকিত হয়ে পড়েছি। চোরেরা ধর্মীয় উপাসনালয়ের জিনিসপত্র চুরি করে নিয়ে যাচ্ছে। ঘনঘন চুরির ঘটনায় গ্রামেও চুরির আতংক ছড়িয়ে পড়ছে। বিষয়টি আমি মৌখিকভাবে জগন্নাথপুর থানা পুলিশকে অবহিত করেছি।

শ্রীরামসী বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারন সম্পাদক আজাদ মিয়া জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম কে জানান, গত এক মাসে ১৫/২০টি চুরির ঘটনা ঘটেছে। চুরির ঘটনা রোধ করতে আমরা সর্বাত্বক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো: মুরছালিন জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম জানান, শ্রীরামসী বাজার এলাকায় চুরির ঘটনার কোন খবর আমরা পাইনি। এ ব্যাপারে থানায় কেউ কোন লিখিত অভিযোগ দায়ের করেন নি।

Exit mobile version