Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরের শ্রীরামসী সড়কে ৬ দিন ধরে যান চলাচল বন্ধ, জনদুর্ভোগ চরমে

সুনামগঞ্জের জগন্নাথপুরের শ্রীরামসি সড়কে গত ৬দিন ধরে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়েছে। ফলে জনদুর্ভোগ উঠেছে চরমে।
স্থানীয়রা জানান, উপজেলার মীরপুর ইউনিয়নের শ্রীরামসি সড়ক দিয়ে প্রতিদিন জগন্নাথপুর উপজেলা সদরসহ সিলেট বিভাগীয় শহরের সঙ্গে শ্রীরামসি গ্রামের জনসাধারণ যাতায়াত করে আসছেন। গত ১৯ জুন রাতে এ সড়কের শ্রীরামসি কিন্ডার গার্ডেট স্কুল সংলগ্ন সেতুর ওপর দিয়ে একটি বালু ভর্তি মালবাহী ট্রাক পার হওয়ার সময় সেতুর মধ্যস্থানে ধসে গর্তে পরিণত হয়। গর্তটিতে মেরামতের কাজ না হওয়ায় এটি ভেঙে আরোও বড় আকার ধারন করেছে। গত ২ জুলাই থেকে এ সড়কের সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে। পায়ের হেঁটেই যাতায়াত করতে হচ্ছে স্থানীয়দের।
শ্রীরামসি গ্রামের স্থানীয় যুবক মাহবুব হোসেন জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ১৯ জুন ভারী ট্রাকে সেতু ধসে গর্ত তৈরী হয়। এটি ধীরে ধীরে বড় গর্তে পরিনত হওয়ায় গত ৬দিন ধরে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়েছে। ফলে লোকজন সীমাহীন ভোগান্তিতে পড়েছেন। দ্রুত সংস্কারের করে জনদুর্ভোগ লাঘবে সংশ্লিষ্টদের প্রতি তিনি জোর দাবী জানান।
জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) কর্মকর্তা গোলাম সারোয়ার জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, ক্ষতিগ্রস্থ সেতু সংস্কার কাজ করবো আমরা।

Exit mobile version