Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

তফসিল ঘোষনা: জগন্নাথপুরের সাত ইউনিয়নের ভোট ২৮ মে, ২ মে মনোনয়নপত্র দাখিলের শেষ তা‌রিখ

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুরের সাতটি ইউনিয়ন সহ পঞ্চম ধাপে ৭৩৩টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী এ ধাপে ভোট গ্রহণ হবে আগামী ২৮ মে। আর আগামী ২ মে মনোনয়নপত্র জমার শেষ সময়।

এছাড়া মনোনয়নপত্র বাছাই ৪ ও ৫ মে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে আগামী ১২ মে। চূড়ান্ত প্রার্থীদের মধ্যে ১৩ মে প্রতীক বরাদ্দ করবেন সংশ্লিষ্ট ইউপির রিটার্নিং অফিসাররা।

বৃহস্পতিবার নির্বাচন কমিশন ইউপির তালিকাসহ এ সংক্রান্ত ভোটের সময়সূচি জারি করে মাঠ কর্মকর্তাদের নির্দেশনা পাঠিয়েছেন। উল্লেখ্য গত কয়েকদিন ধরে নির্বাচন নিয়ে জগন্নাথপুরে অনিশ্চয়তা দেখা দিলে উপজেলাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। তফসিল ঘোষনার মধ্যদিয়ে নির্বাচন নিয়ে শংকা দূর হলো। এর আগে গত ১১ ফেব্রুয়ারি প্রথম ধাপের, ১৮ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপের, ১৫ মার্চ তৃতীয় ধাপের ও ২৮ মার্চ চতুর্থ ধাপের ইউপি ভোটের তফসিল ঘোষণা করে ইসি। ষষ্ঠ ধাপে ৪ জুন ৬৬০টি ইউপিতে ভোট হবে। প্রসঙ্গত, এবারই প্রথম দলীয় প্রতীকে সারা দেশে ছয়টি ধাপে ইউপি নির্বাচন হচ্ছে।
জগন্নাথপুর উপজেলা নির্বাচিন অফিসার গোলাম সারওয়ার জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘোষিত তপসিলে জগন্নাথপুর উপজেলার সাতটি ইউনিয়নের নাম রয়েছে। আমরা এখন নির্বাচনের জন্য প্রস্তুুতি নিব।

Exit mobile version