Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরের সীমান্তে নবীগঞ্জের দীঘলবাক উচ্চ বিদ্যালয়ের ৭০বছর পূর্তি উদযাপন শনিবার

মো: আব্দুল হাই :-জগন্নাথপুর উপজেলার সীমান্তে কুশিয়ারা নদীর তীরবর্তী নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ দীঘলবাক উচ্চ বিদ্যালয়ের ৭০বছর পূর্তি ও প্রাত্তন শিক্ষার্থী পূণর্মিলনী উৎসব শনিবার। ১৯৪৬ইং সালে প্রতিষ্টিত মাধ্যমিক শিক্ষার আলোক ভর্তিকার মাইলফলক ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ দীঘলবাক উচ্চ বিদ্যালয়ের প্রাত্তন শিক্ষার্থী ও উভয় এলাকাবাসীর বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী নানা কর্মসূচী উদযাপন করা হবে। বছরপূর্তি উদযাপন কমিটির আহবায়ক এডভোকেট আনসার খান, সদস্য সচিব আজিজুল হক শিবলী জানান, বিদ্যালয় মাঠে আয়োজিত দিনব্যপী বর্ণাঢ্য অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ উপস্থিত থাকবেন। এছাড়াও অনুষ্টান সূচীতে সকাল ১০টায় প্রধান অতিথির শুভাগমন, লালগালিছা সংবর্ধনা এবং গার্ড অব অনার প্রদান, সকাল সাড়ে ১০টায় প্রধান অতিথি কর্তৃক জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্টানমালার উদ্বোধন, জাতীয় সঙ্গীত এবং ৭০বছর পূর্তি অনুষ্টানের ফলক উম্মোচন ও পতাকা উত্তোলন। সন্ধ্যায় সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে। বিদ্যালয়ের প্রাত্তন মেধাবী শিক্ষার্থী জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগ নেতা মসহুদ আহমদ জানান, দীঘলবাক উচ্চ বিদ্যালয়টি অত্র অঞ্চলের শিক্ষা বিস্তারের একটি অনন্য প্রতিষ্টান। যার সুনাম দেশে বিদেশে রয়েছে। বিদ্যালয়টির ৭০বছর পূর্তি ও প্রাত্তন শিক্ষার্থী পুনর্মিলনী উৎসবকে ঘীরে বিদ্যালয়ের প্রাত্তন শিক্ষার্থী বাংলাদেশে ও বহির্বিশ্বে কর্মরত উচ্চ পদস্থ কর্মকর্তাদের উপস্তিতিতে এবং দেশে ও প্রবাসে অবস্থানরত শিক্ষার্থীদের আগমনে অনুষ্টানকে প্রানবন্ত করতে ইতো মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

Exit mobile version