Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরের সৈয়দপুর সাধারণ পাঠাগার’র নতুন কমিটি গঠন

গত ২৩ জানুয়ারী )বুধবার), সন্ধ্যা ৬ ঘটিকার সময় “সাধারণ পাঠাগার সৈয়দপুর” এর ২০১৯-২০ সালের ৫৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

সাধারণ পাঠাগার সৈয়দপুরের ৫৩ সদস্য বিশিষ্ট নতুন কমিটির দায়িত্বশীলরা হলেন, *পরিচালক- অধ্যক্ষ এডভোকেট মোঃ আব্দুর রহমান,
*উপ-পরিচালক (গ্রন্থ) সৈয়দ মাকসুদ আহমদ,
*উপ-পরিচালক (অর্থ) সৈয়দ মিজান আহমদ।
কমিটির সদস্যবৃন্দ হলেন, সৈয়দ মনোয়ার আলী, সৈয়দ হুসবাননুর, সৈয়দ শেফুল আমীন, মোঃ নুরুজ্জামান, মনছুর কোরেশী, সৈয়দ আকবর আলী, কবি সৈয়দ আজমল হোসেন, মোস্তাক আহমদ পাকি, সৈয়দ হিলাল আহমদ ,রাহিন তালুকদার, রেজুওয়ান কোরেশী ,প্রভাষক মিজান,দুলাই খান,সৈয়দ জাহাঙ্গীর আলম , সুজেল খান, ইয়াকুব ,সৈয়দ মিজান আহমদ,সৈয়দ ছালেক আহমদ, মো: সুবের আহমদ,মো: তামিম আহমদ,সৈয়দ সাইদুল হক, মাওঃ সৈয়দ মনোয়ার, সৈয়দ মনোয়ার হোসেন,রাজু আহমদ,জয়নুল কোরেশী,দিদার আহমদ, ফরিদ আহমদ, শেখ শিব্বির আহমদ, কামাল আহমদ আবিদ মল্লিক, সুবের খান, হাফিজ নাঈম, আরিফ আহমদ, মমশাদ আহমদ, মিজা রিপন,সুজেল মিয়া,সৈয়দ ছাবির,সৈয়দ অনিক,মোঃ তানিম আহমদ ,সৈয়দ রাহিন উদ্দিন,সাজিদ,রোমান,তাহরিয়ার, প্রমুখ।

পাঠাগারের পরিচালক সৈয়দ শেফুল আমীনের সভাপতিত্বে ও উপ-পরিচালক (গ্রন্থ) সৈয়দ হিলাল উপ-পরিচালক (অর্থ) সৈয়দ মাকসুদ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাধারণ পাঠাগার সৈয়দপুরের প্রতিষ্ঠাতা সৈয়দ আবুল কাশেম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ আবুল হাসান, পাঠাগারের উপদেষ্ঠা সৈয়দ ওবায়দুল হক মছনু। কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক পরিচালক সৈয়দ মনোয়ার আলী, সাবেক পরিচালক অধ্যক্ষ এডভোকেট আব্দুর রহমান, মনছুর কোরেশী, লিটন আহমদ তালকদার, রাহিন তালুকদার, প্রভাষক মিজান আহমদ, সুজেল খান প্রমূখ। এ সময় পাঠাগারের বর্তমান, সাবেক দায়িত্বশীল ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রেস বিজ্ঞপ্তি

Exit mobile version