Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরের সৈয়দপুরে বকেয়া বিল আদায়ে ম্যাজিষ্ট্রেটের অভিযান

স্টাফ রিপোর্টার –
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা বিদ্যুৎ কার্যালয়ে উদ্যাগে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে এক গ্রামের ৯ গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর গ্রামে অভিযান চালিয়ে ৯ জন গ্রাককের সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অভিযানে নেতৃত্ব দেন যুগ্ম জেলা ও দায়রা জজ বিদ্যুৎ আদালত সিলেটের ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ আব্দুল হালিম,জগন্নাথপুর উপজেলা আবাসিক প্রকৌশলী আজিজুল ইসলাম আজাদ,উপ সহকারী প্রকৌশলী আবুল আজাদ পাবেল,পরাগ হায়দার প্রমুখ জগন্নাথপুর উপজেলা বিদ্যুৎ কার্যালয় সূত্র জানায়, সৈয়দপুর আগুন কোনা গ্রামের কল্পনা বেগমের কাছে বকেয়া পাওনা রয়েছে ৬৯৭৯০ টাকা,সৈয়দপুর গোয়ালগাঁও গ্রামের এমরান হোসেনের কাছে ৩০৩১২ টাকা,আগুনকোনা গ্রামের আজিদ মিয়ার কাছে পাওনা ১৮৬৬৭ টাকা, একই গ্রামের আনোয়ার আলীর কাছে ৪৩৩১৭ টাকা,হাড়িকোনা গ্রামের মমশাদ হোসেন ৪০৪৭০ পশ্চিমপাড়া গ্রামের মিগা শায়েক আহমদ ১৩১২ ইশানকোনা গ্রামের সৈয়দ নুহারা বেগম ৩৭৭৪৫ মোহাম্মদ জাবির মিয়া ১৭৮৭৯ ও গোয়ালগাঁও গ্রামের আনছাকুল হক এর কাছে ৩২৫০২ টাকা বকেয়া পাওনা রয়েছে।
জগন্নাথপুর উপজেলা আবাসিক প্রকৌশলী আজিজুল ইসলাম আজাদ বলেন, বকেয়া টাকা আদায়ে এসব গ্রাহকদের সংযোগ একাধিকবার বিচ্ছিন্ন করা হয়েছিল।কিন্তু বকেয়া টাকা পরিশোধ না করে নিজেরা সংযোগ লাগিয়ে বিদ্যুৎ ব্যবহার করছিল। তাই আমরা ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে অভিযান চালিয়ে সংযোগ বিচ্ছিন্ন করা হয়। তাদের বিরুদ্ধে বিদ্যুৎ আইনে মামলা করা

Exit mobile version