Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরের স্কুল শিক্ষক দম্পতির শেষকৃত্যানুষ্ঠান চলছে চালিবন্দর শশ্মানঘাটে-মেয়ে হাসপাতাল বেডে

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর পৌর শহরের বাড়ী জগন্নাথপুর আবাসিক এলাকার বাসিন্দা চাকুরী সূত্রে সিলেট বসবাসকারী অরজিত রায় ও সুমিতা দাস দম্পতির শেষকৃত্যানুষ্ঠান চলছে চালিবন্দর মহা শশ্মানঘাটে। তাদের একমাত্র মেয়ে বাবা মা হারিয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের বেডে। পারিবারিক সূত্র জানায়, অরজিত ও সুমিতা একে অপরকে ভালোবেসে বিয়ে করেন। জগন্নাথপুরে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হলে চাকুরীর কারণে সিলেট শহরে বসবাস শুরু করেন। দাম্পত্যজীবনে এক মেয়ে নিয়ে তাদের সুখের সংসার চলছিল। সময় পেলেই ছুঁটে আসতেন জগন্নাথপুরের বাড়িতে। উৎসব কিংবা নানা পার্বনে তাদের ছিল সরব উপস্থিতি। তাদের সব স্বপ্ন কেড়ে নিল ঘাতক কার। মঙ্গলবার সকালে বাবা মায়ের সাথে স্কুল যাওয়ার সঙ্গী হয় স্কলার্সহোম স্কুল এন্ড কলেজের বালুচর শাখায় ৬ষ্ট শ্রেণির ছাত্রী স্নেহা।
কিন্তু, স্কুলে যাওয়ার আগে স্বামী অরিজিত রায়ের সঙ্গে পরপারের যাত্রী হলেন বিনে সুঁতোর বাঁধনে আবদ্ধ হওয়া সুমিতা দাস। আর স্কুলে না গিয়ে মা-বাবাকে হারিয়ে গুরুতর আহত স্নেহা দাস এখন হাসপাতালের বেডে কাঁতরাচ্ছেন। নিহত অরজিতের ভাতিজা জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায় জানান, নিহতদের লাশ শেষকৃত্যানুষ্ঠান চালিবন্দর মহাশশ্মানঘাটে চলছে। মেয়েটিকে এখনো জানানো হয়। চিকিৎসকরা জানিয়েছেন ২৪ ঘন্টা পর শংকামুক্ত কিনা বলা যাবে।

Exit mobile version