Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরের হাফিজ হত্যা মামলার রায়ের বিরুদ্ধে ‘আপিল’ করবে তার পরিবার

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা যুবদল নেতা হাফিজুর রহমান হাফিজ হত্যা মামলার রায়ের বিরুদ্ধে আপিল করবে তার পরিবার।
বুধবার মামলার বাদী নিহতের বড় ভাই হারুনুজ্জামাল হারুন জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, আদালত প্রহসনের রায় দিয়েছেন। প্রকাশ্যে দিনদুপুরে আমার ভাইকে হত্যা করা হয়। অথচ বিচারকের রায়ে প্রমান হলো কোনো ব্যক্তিকে কেউ হত্যা করেনি। সবার খালাস। এরায়ের বিরুদ্ধে আপিল করবেন বলে তিনি জানিয়েছেন।
প্রসঙ্গত, ১৯৯৮ সালের ১৫ এপ্রিল বিএনপি জোটের হরতাল চলাকালে পৌর শহরের হবিবপুর এলাকায় পিকেটিং চলাকালে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে যুবদল নেতা হাফিজ নিহত হন। এঘটনায় হাফিজের বড় ভাই হারুনুজ্জামান হারুন মিয়া বাদী হয়ে আওয়ামীলীগের ২৫ নেতা কর্মীর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। মামলার চুড়ান্ত প্রতিবেদনে ৭ জনকে অভিযুক্ত করে অভিযোগ পত্র দেন। ৭ জনের মধ্যে ৪ জন পলাতক আসামি হিসেবে লন্ডন অবস্থান করছেন আর তিন জন উপস্থিত ছিলেন। গতকাল মঙ্গলবার সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আব্দুল্লাহ আল মামুনের আদালত মামলার চুড়ান্ত প্রতিবেদনভুক্ত ৭ আসামি কে খালাস প্রদান করেন। খালাসপ্রাপ্ত আসামিরা হলেন, জগন্নাথপুর পৌর এলাকার রতিয়ারপাড়া গ্রামের বাসিন্দা যুবলীগ নেতা আনহার মিয়া, পৌর আওয়ামী লীগ নেতা লুদরপুর গ্রামের আব্দুস সালাম, ইসাকপুর গ্রামের বাসিন্দা উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মোমিন আহমদ, একই গ্রামের বাসিন্দা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম, শাহ রফিকুল করিম, যুবলীগ নেতা শফিকুর রহমান ও মিনার উদ্দিন। মামলায় আসামি পক্ষের আইনজীবী হিসেবে ছিলেন এডভোকেট শফিকুল আলম, জহুর আলী, মতিউর রহমান পীর, শুকুর আলী, আব্দুল ওয়াদুদ। বাদী পক্ষে ছিলেন এডভোকেট মল্লিক মঈন উদ্দিন সুহেল। সরকার পক্ষে ছিলেন পিপি ড. খায়রুল কবির রুমেন।

Exit mobile version