Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে অজ্ঞাতনামা লাশের পরিচয় মিলেছে

স্টাফ রিপোর্টার :: জগন্নাথপুরে অজ্ঞাতনা সেই লাশের পরিচয় মিলেছে। স্বজনরা লাশ সনাক্ত করে বাড়ি নিয়ে গেছেন। জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমসহঅনলাইন সংবাদমাধ্যমে অজ্ঞাতনামা বৃদ্ধের লাশের ছবি সহ সংবাদ প্রকাশিত হলে স্বজনরা লাশ সনাক্ত করেন। জানা গেছে, জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের রমাপতিপুর গ্রামের ষাটবছর বয়সীবৃদ্ধ আজম উদ্দিন ভোলাগঞ্জ শ্রমিক হিসেবে কাজ করতেন। মঙ্গলবার দুপুরে ভোলাগঞ্জ থেকে বাড়ি ফেরার পথে জগন্নাথপুর বাজারের ভাই ভাই রেষ্টুরেন্টে এসে চা খাওয়ার জন্য অর্ডার দেন। আকস্মিক তিনি রেষ্টুরেন্টে পানি খেয়ে হঠাৎ করে মাটিতে লুটিয়ে পড়েন। সাথে সাথে রেষ্টুরেন্ট মালিক জুনায়েদ আহমদ সজল অজ্ঞাতনামা বৃদ্ধকে নিয়ে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষনা করেন। পরে অজ্ঞাতনামা লাশ নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ বিপাকে পড়েন। রাতে লাশ থানায় আনা হয়। জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মুরসালিন লাশের পরিচয় পাওয়ার সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে জানান, অনলাইন সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অজ্ঞাতনামা লাশের ছবিসহ সংবাদ প্রকাশিত হলে রাতেই স্বজনরা ছুটে আসেন। পরে লাল সনাক্ত করে স্বজনরা নিয়ে গেছেন। স্বজনদের উদ্বৃতি দিয়ে ওসি আরো জানান, ওই বৃদ্ধ ভোলাগঞ্জে শ্রমিক হিসেবে কাজ করতেন।মঙ্গলবার তিনি ভোলাগঞ্জ থেকে বাড়ি ফিরছিলেন। বৃদ্ধের ভাই হারুন মিয়া লাশ সনাক্ত করে নিয়ে গেছেন।

Exit mobile version