Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে অটোরিক্সা শ্রমিক সংগঠনের মধ্যে উত্তেজনা

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুরে দুই শ্রমিক সংগঠনের মধ্যে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে। যেকোন মুর্হুতে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটতে পারে। জানা গেছে, সুনামগঞ্জ জেলা অটো টেম্পু অটো রিক্সা ড্রাইসার্স ইউনিয়নের সভাপতি ছুরত আলৗ ও সাধারণ সম্পাদক সামছুল হক স্বাক্ষরকৃত অনুমোদনপত্রে জগন্নাথপুর পূর্বপাড় শ্রমিক সংগঠনের সভাপতি শফিকুল হক খেজর ও সাধারণ সম্পাদক আলী আফছারের নের্তৃত্বাধীন শ্রমিক সংগঠনকে জগন্নাথপুর পূর্বপাড় হইতে এরালিয়া বাজার, রসুলগঞ্জ বাজার ও ভবেরবাজার সড়ক ব্যবহারের অনুমোদন দেয়া হয়। অপরদিকে জগন্নাথপুর হ্যালিপ্যাড শাখা শ্রমিক সংগঠনের সভাপতি আব্দুল মুকিত ও সাধারণ সম্পাদক মানিক মিয়ার নের্তৃত্বাধীণ শ্রমিক সংগঠনকে জগন্নাথপুর হ্যালিপ্যাড টু শিব্গঞ্জ, বাংলাবাজার, কাতিয়া, ফেচিবাজার, রানীগঞ্জ বাজার ও বেগমপুর পর্যন্ত সড়ক ব্যবহারের অনুমোদন দেয়া হয়। দীর্ঘদিন ধরে জেলা শ্রমিক সংগঠনের অনুমোদনক্রমে লাইন ব্যবহার করে আসলেও সম্প্রতি জগন্নাথপুর পূর্বপাড় শ্রমিক সংগঠনের সভাপতি খেজরের নের্তৃত্বে জোর পূর্বক অবৈধভাবে শিবগঞ্জ ও রানীগঞ্জ সড়ক ব্যবহারের চেষ্ঠা চালায়। এতে দু’শ্রমিক সংগঠনের মধ্যে উত্তেজনা ও মারামারির সৃষ্টি হলে জগন্নাথপুর থানা পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে। গত দু’দিন ধরে আবারও খেজরের নের্তৃত্বে জোরপূর্বক গাড়ি চালানোর চেষ্ঠা শুরু করলে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। যেকোন মুর্হুতে দু’শ্রমিক সংগঠনের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটতে পারে। জগন্নাথপুর হ্যালিপ্যাড শ্রমিক সংগঠনের সভাপতি আব্দুল মুকিত জানান, জেলা অটো রিক্স্র শ্রমিক সংগঠনের অনুমোদন নিয়ে তিনটি শ্রমিক সংগঠন জগন্নাথপুরে নিজ নিজ সড়ক ব্যবহার করলেও খেজর জোরপূর্বক আমাদের লাইন ব্যবহারের চেষ্ঠা চালায়। এতে করে শ্রমিকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। আমরা আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বিষয়টি প্রশাসনকে অবহিত করেছি। এবং আমাদের সড়কে গাড়ি চালালে আমরা তা প্রতিহত করব।
জগন্নাথপুর পূর্বপাড় শ্রমিক সংগঠনের সভাপতি শফিকুল ইসলাম খেজর জানান, জোরপূর্বক গাড়ি চালানোর বিষয়টি অস্বীকার করে বলেন, আমার সংগঠনের কোন শ্রমিক জোরপূর্বক রানীগঞ্জ সড়কে চালায়নি। যারা গাড়ি নিয়ে যায় তারা আমার সংগঠনের সাথে সম্পৃক্ত নয়।

Exit mobile version