Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে অতিরিক্ত মূল্যে বোরো ধানের বীজ বিক্রির অভিযোগ

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় অতিরিক্ত মূল্যে বিভিন্নজাতের বোরো ধানের বীজ বিক্রি করা হচ্ছে বলে কৃষকরা অভিযোগ করেছেন।
আজ সোমবার পৌরশহরে বীজ কিনতে আসা কয়েকজন কৃষক এমন অভিযোগ করেছেন। এদিকে অতিরিক্ত দামে বীজ বিক্রির দায়ে এক ডিলারের বীজঘর তিন ঘন্টা বন্ধ করে দেওয়া হয়েছে বলে দাবী করেছে স্থানীয় কৃষি অফিস।

স্থানীয় কৃষকরা জানান, আগামী বোরো ফসল চাষাবাদের জন্য এখন কৃষকরা বীজ সংগ্রহ করছেন। এবার অন্য বছরের তুলনায় বীজ অতিরিক্ত দামে বিক্রি হচ্ছে। ব্রি-২৯-জাতের ১০ কেজি ওজনের একবস্তা বীজ সরকারীভাবে ৩৫০ টাকা নির্ধারণ করা হলেও ডিলাররা ৪২০-৪৫০ টাকা দরে বিক্রি করছেন। একই দামে ব্রি-২৮ জাতের বীজও বিক্রি করা হচ্ছে।

বাজারে বীজ নিতে আসা কৃষক তাজু মিয়া জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, গায়ের মূল্য থেকে অতিরিক্ত টাকায় বীজ বিক্রি করছেন ডিলাররা। আমি ২০ কেজি ওজনের দুই বস্তা ব্রি-২৯ জাতের বীজ কিনেছি ৪২০ টাকা দরে। অথচ বস্তায় গায়ের মূল্যে ৩৫০ টাকা নির্ধারন করা হয়েছে।
আরেক কৃষক আকমল হোসেন জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে এসেছিলাম বাজারে বোরো ধানের বীজ কিনার জন্য। অন্যবছরের তুলনায় এবার বীজ অতিরিক্ত মূল্যে বিক্রি করা হচ্ছে। সরকার কৃষকের জন্য স্বল্প মূল্যে বীজের মূল্যে নির্ধারণ করলেও অসৎ ব্যবসায়ীরা কৃষকদের নিকট থেকে অতিরিক্ত দাম নিচ্ছেন।

স্থানীয় কৃষি অফিস জানায়, জগন্নাথপুর পৌরশহরসহ উপজেলায় বিভিন্ন বাজারে ২৪ জন বীজ ডিলার নিয়োগ করা হয়েছে। এরমধ্যে পৌরশহরে ৫ জন বীজ ডিলার দেওয়া হয়েছে। অতিরিক্ত মূল্যে বীজ বিক্রির দায়ের গত রোববার বিকেলে শহরের বীজ ডিলার মেসার্স হাবিব ট্রেডার্সের বীজঘর ৩ ঘন্টা বন্ধ করে দেয় কৃষি অফিস।

উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, সরকার কর্তৃক নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে বীজ বিক্রির অভিযোগে মেসার্স হাবিব ট্রেডার্সের বীজঘর বন্ধ করে দেয়া হয়।ব্যবসায়ীর কাকুতি মিনতিতে প্রাথমিকভাবে আমরা তাকে ক্ষমা করে দিয়েছি। ফের এরকম অনিয়ম করলে আইনানুগত ব্যবস্থা গ্রহন করা হবে। তিনি বলেন, অতিরিক্ত টাকায় যাতে কেউ বীজ বিক্রি করতে না পারে সেদিকে নজরদারী রয়েছে আমাদের।

পৌর শহরের মেসার্স হাবিব ট্রেডার্সের বীজ বিক্রেতা শরিফ উদ্দিন অভিযোগ অস্বীকার করে জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, আমাদের দোকান ঘরে কোন অভিযান চালানো হয়নি। নির্ধারিত দরেই বীজ বিক্রি করছি আমরা।

Exit mobile version