Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে অনিয়মের প্রতিবাদ করায় ড্রেনের কাজ বন্ধ

স্টাফ রিপোর্টার ::

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরশহরের প্রধান ড্রেনের নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ উঠেছে।
মঙ্গলবার নিন্মমানের কাজ দেখে স্থানীয়রা প্রতিবাদ করায় কাজ বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
স্থানীয়দের অভিযোগ, ড্রেনের নির্মাণ কাজে পাথরের সঙ্গে বেশি পরিমাণে মাটি মিশিয়ে অপরিস্কারভাবে শহরের প্রাণকেন্দ্রের প্রধান ড্রেনের কাজ করা হচ্ছিল। কাজের মান একদম নিন্মমানের হওয়ায় এলাকাবাসী প্রতিবাদ করেন। এতে কাজ বন্ধ করে দেয় কাজের দায়িত্বে থাকা লোকজন। এ ছাড়া ড্রেনের গভীরতা কম হয়েছে বলেও অভিযোগ উঠেছে।

স্থানীয় নাগরিক মুরাদ আহমদ জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, পাথরের সঙ্গে বিপুর পরিমাণে নিন্মমানের মাটি ব্যবহার করে ড্রেনের নির্মাণ কাজ করা হচ্ছিল। এতে স্থানীয়রা বাঁধা দেন। আমাদের দাবি পাথর থেকে মাটি সরিয়ে কাজ করতে হবে।

আরেক নাগরিক মুজিবুর রহমান জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, সামান্য পাথরের সঙ্গে মাটি ব্যবহার করে অপরিস্কার ও অপরিচ্ছন্নভাবে স্থানীয় পৌরপয়েন্ট এলাকায় ড্রেনের কাজ করা হচ্ছে দেখে আমরা তাদের সঠিকভাবে কাজ করা জন্য অনুরোধ করি। তারপরও তারা কাজ করার প্রচেষ্ঠা চালায়। এতে স্থানীয়রা সম্মলিতভাবে প্রতিবাদ করলে কাজ বন্ধ করে দেন তারা।

ড্রেনের কাজের দায়িত্বে থাকা (স্টোর কিপার) হাসান জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, ট্রাক দিয়ে পাথর আনার সময় সামান্য মাটি পাথরের সঙ্গে মিশে যায়। এটি ধুয়ে পরিস্কার করা হচ্ছে। এজন্য কাজ বন্ধ রয়েছে।

সুনামগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের সূত্র জানায়, গত বছর সুনামগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতাধীন পাগলা-জগন্নাথপুর-রানীগঞ্জ আঞ্চলিক মহাসড়কের (আব্দুস সামাদ আজাদ সড়ক) জগন্নাথপুর পৌরশহরের দেড় কিলোমিটার আরসিসি রাস্তা ও ড্রেন নির্মাণসহ ওই সড়কের ২২ কিলোমিট সংস্কারের জন্য ৮২ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। এ কাজ পায় ঠিকাদারী প্রতিষ্ঠান এমএমবিল্ডার্স ইঞ্চিনিয়ারিং লিমিটেড। সম্প্রতি পৌরশহরে ড্রেনের কাজ শুরু হয়েছে।

সুনামগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের এসও মুস্তাফিজুর রহমান জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, আমরা সরেজমিনে কাজের মান দেখে পদক্ষেপ নেব।

Exit mobile version