Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে অনুর্ধ ১৬ ফুটবল প্রশিক্ষার্থীদের মধ্যে সনদ বিতরণ

ষ্টাফ রির্পোটার :: জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা বলেছেন, জগন্নাথপুর উপজেলায় ক্রীড়াক্ষেত্রে গৌরবজনক ইতিহাস রয়েছে। জেলা বিভাগ, ও জাতীয় পর্যায়ে জগন্নাথপুরের খেলোয়ারা ক্রীড়া নৈপন্য প্রদর্শন করেছেন। অতীতের এই ঐতিহ্য নতুন প্রজন্মকে ফিরিয়ে আনতে হবে। আর্ন্তজাতিক অঙ্গঁনেও জগন্নাথপুরের কৃতি ক্রীড়া সন্তানেরা অগ্রনী ভূমিকা রাখছেন। জনপ্রিয় ফুটবল খেলা প্রসারে উপজেলা পরিষদ পৃষ্টপোষকতা করতে আগ্রহী। তিনি বুধবার জগন্নাথপুর উপজেলা পরিষদের অর্থায়নে অনুর্ধ ১৬ প্রশিক্ষার্থীদের মধ্যে সনদ বিতরণী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে আয়োজিত সনদ বিতরনী অনুষ্টানে সভাপতিত্বে করেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাছুম বিল্লাহ। উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদন মাহবুবুর রহমান ভূইয়ার পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী কর্মকর্তা রফিকুল ইসলাম। অন্যান্যোর মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ন সম্পাদক আকমল হোসেন ভূইয়া, উপজেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি রুহুল আমিন রাহুল, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এমদাদ হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে ৩২ জন প্রশিক্ষনার্থীদের মধ্যে সম্মাননা সনদ প্রদান করা হয়।

Exit mobile version