Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে অবঃপ্রাপ্ত ৩৯ শিক্ষককে সংবর্ধনা

স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় ৩৯ জন অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষককে সংবর্ধনা দেওয়া হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা সদরের আব্দুস সামাদ আজাদ অডিটরিয়ামে উপজেলা বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি জগন্নাথপুর উপজেলা শাখার উদ্যোগে তাদেরকে সংবর্ধনা প্রদান করা হয়। এ উপলক্ষে শিক্ষক সমিতির উপজেলা শাখার সভাপতি মোঃ আতহার উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র দাস এবং শিক্ষিকা বাপ্পী রানী দেবের যৌথ পরিচালায় এক সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সভাপতি আকমল হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, সংবর্ধিত অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নিশি কান্ত রায়, হিরণ মিয়া, আব্দুল মতিন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদিন, সহকারি শিক্ষা কর্মকর্তা রাপ্রুচাই মারমা, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, শিক্ষক সুদীপ ভট্রাচার্য্য, ধীরেন্দ্র তালুকদার, রমেন্দ্র গোপ, আব্দুল মালিক, রূপক কান্তি দেব, নজরুল ইসলা চৌধুরী, রজন কান্তি দাস, আলিমা বেগম, জালাল উদ্দিন, শাহজাহান সিরাজী প্রমুখ। পরে সংবর্ধিত অবসরপ্রাপ্ত ১৩ জন প্রধান শিক্ষক ও ২৬ জন সহকারি শিক্ষককে সম্মাননা ক্রেষ্ট ও ধর্মীয় বই প্রদান করা হয়।
বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি জগন্নাথপুর উপজেলা শাখার সভাপতি আতহার উদ্দিন বলেন, শিক্ষা প্রসারে জীবনের অধিকাংশ সময় নিরলসভাবে পরিশ্রম করে গেছেন আমাদের শিক্ষকরা। জগন্নাথপুরের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩৯জন অসবরপ্রাথমিক প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষককে আমরা সংবর্ধনা দিয়েছি।

Exit mobile version