Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে অবহিতকরণ সভায় ফ্রেন্ডশীপ জানালো,কুশিয়ারা নদীতে জাহাজ হাসপাতাল হবে

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় এনজিও সংস্হা ফেন্ডশিপ এর আয়োজনে
মঙ্গলবার উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে বাংলাদেশের সুবিধা বঞ্চিত গ্রাম অঞ্চলে জাহাজ হাসপাতালের মাধ্যমে মা শিশু নবজাতক এর স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহ্ফুজুল আলম এর সভাপতিত্বে ও ফেন্ডশিপ এর সিনিয়র ম্যানেজার আবু নাঈমের পরিচালনায় এতে বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান,মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা বেগম,জগন্নাথপুর থানার পরিদর্শক তদন্ত নব গোপাল দাস,জগন্নাথপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন,জগন্নাথপুর উপজেলা ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শায়েকুল হক, ফেন্ডশিপ  এর প্রোগাম স্পেশালিষ্ট ডাক্তার আবুল হোসেন,প্রোগাম অফিসার হিরক চৌধুরী,জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়,সাংবাদিক আব্দুল হাই,অমিত দেব,স্বাস্থ্যপরিদর্শক আশীষ দে প্রমুখ সভায় জানানো হয়  এবছর দেশের চরও হাওর অঞ্চলে  ৫ বছর মেয়াদি ৫টি জাহাজ হাসপাতালের কার্যক্রম হাতে নিয়েছে এনজিও সংস্হা  ফ্রেন্ডশিপ। জগন্নাথপুর উপজেলার কুশিয়ারা নদীতে একটি জাহাজ হাসপাতাল স্হাপন করা হবে।সুনামগঞ্জ থেকে হবিগঞ্জের আজমিরিগঞ্জ উপজেলার নৌপথে এ জাহাজ হাসপাতাল জনগনকে ৫ বছর সেবা দিবে। এ জাহাজ হাসপাতালে অপারেশন সুবিধাসহ বিশেষজ্ঞ চিকিৎসক থাকবে। আগষ্ট মাস থেকে হাসপাতালটি চালু হওয়ার কথা রয়েছে।
Exit mobile version